ETV Bharat / city

Durga Puja 2022: গ্রামাঞ্চলে ডেঙ্গি সচেতনতা বাড়ালেই মিলবে পরিবেশবান্ধব পুজোর পুরস্কার

author img

By

Published : Sep 28, 2022, 6:29 PM IST

গ্রামীণ এলাকার মানুষকে ডেঙ্গি (Dengue) নিয়ে সচেতন করতে পুজো উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান ৷ পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে স্বাস্থ্যবান্ধব পুজোর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পঞ্চায়েত দফতরের (West Bengal Department Of Panchayats and Rural Development) ৷ পুজোর (Durga Puja 2022) মরশুমে মানুষকে সতর্ক করতে অভিনব উদ্যোগ ৷

Department Of Panchayats and Rural Development to give special award for dengue awareness during Durga Puja 2022
Durga Puja 2022: গ্রামাঞ্চলে ডেঙ্গি সচেতনতা বাড়ালেই মিলবে পরিবেশবান্ধব পুজোর পুরস্কার

কলকাতা, 28 সেপ্টেম্বর: শহরের পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ ৷ এই অবস্থায় পঞ্চায়েত দফতর মনে করছে, সচেতনতা বৃদ্ধিতে ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ৷ তাই ক্লাবগুলিকে উৎসাহিত করতে স্বাস্থ্যবান্ধব পুজোর পুরস্কার দেবে পঞ্চায়েত দফতর (West Bengal Department Of Panchayats and Rural Development) ৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেরা মণ্ডপ থেকে শ্রেষ্ঠ প্রতিমা, সংশ্লিষ্ট সমস্ত বিভাগেই এবার পুজো কমিটিগুলোকে পুরস্কার দেওয়া হবে ৷ এমনিতে পুজোর মরশুমে (Durga Puja 2022) পুরস্কারের ছড়াছড়ি ৷ তবে, থিম বা মণ্ডপসজ্জার পাশাপাশি এবার একটি অন্যরকমের পুরস্কারও পেতে পারে পুজো কমিটিগুলি ৷ পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে এলাকায় কী কী পদক্ষেপ তারা করছে, তা বিচার করেই সংশ্লিষ্ট ক্লাব বা দুর্গাপুজো কমিটিগুলিকে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মানে ভূষিত করা হবে ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর ৷ তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পঞ্চায়েত এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ বা সার্বিক পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি মতো সামাজিক দায়িত্ব পালনে উত্তীর্ণ দুর্গাপুজো কমিটিগুলিকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে ৷

আরও পড়ুন: পুজোর দিনে পার্থ, সুবীরেশদের পাতে পড়বে মাটনের নানা পদ !

বুধবার এই প্রসঙ্গে পঞ্চায়েত দফতরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এমন পুরস্কারের পিছনে পঞ্চায়েত দফতরের মূল উদ্দেশ্য হল, ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার বাড়ানো ৷ সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই দফতরের মন্ত্রী পঞ্চায়েত এলাকায় মশাবাহিত রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত একটি বৈঠক করেছেন ৷ রাজ্যের মুখ্যসচিবও আলাদা করে প্রত্যেক জেলাকে সতর্ক করেছেন ৷ এই অবস্থায় পঞ্চায়েত দফতর মনে করছে তাদেরও একটি গুরুদায়িত্ব রয়েছে ৷ আর সেই গুরুদায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই দফতরের তরফ থেকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটি সবদিক পর্যালোচনা করে স্বাস্থ্যবান্ধব পুজোর পুরস্কার দেবে ৷"

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই 'বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলন' নামে একটি পুরস্কার দেওয়া হয় ৷ এটি মূলত শহরভিত্তিকে পুজো কমিটিগুলিকেই দেওয়া হয় ৷ এবার ডেঙ্গি আবহে এর বাইরে গিয়েও পঞ্চায়েত দফতর আলাদা করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এতে গ্রামীণ এলাকার পুজোগুলি যেমন আরও বেশি করে প্রচারে আসবে, তেমনই এইসব অঞ্চলে ডেঙ্গির বিরুদ্ধে লড়াইও কিছুটা সহজ হবে ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর: শহরের পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ ৷ এই অবস্থায় পঞ্চায়েত দফতর মনে করছে, সচেতনতা বৃদ্ধিতে ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ৷ তাই ক্লাবগুলিকে উৎসাহিত করতে স্বাস্থ্যবান্ধব পুজোর পুরস্কার দেবে পঞ্চায়েত দফতর (West Bengal Department Of Panchayats and Rural Development) ৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেরা মণ্ডপ থেকে শ্রেষ্ঠ প্রতিমা, সংশ্লিষ্ট সমস্ত বিভাগেই এবার পুজো কমিটিগুলোকে পুরস্কার দেওয়া হবে ৷ এমনিতে পুজোর মরশুমে (Durga Puja 2022) পুরস্কারের ছড়াছড়ি ৷ তবে, থিম বা মণ্ডপসজ্জার পাশাপাশি এবার একটি অন্যরকমের পুরস্কারও পেতে পারে পুজো কমিটিগুলি ৷ পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে এলাকায় কী কী পদক্ষেপ তারা করছে, তা বিচার করেই সংশ্লিষ্ট ক্লাব বা দুর্গাপুজো কমিটিগুলিকে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মানে ভূষিত করা হবে ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর ৷ তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পঞ্চায়েত এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ বা সার্বিক পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি মতো সামাজিক দায়িত্ব পালনে উত্তীর্ণ দুর্গাপুজো কমিটিগুলিকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে ৷

আরও পড়ুন: পুজোর দিনে পার্থ, সুবীরেশদের পাতে পড়বে মাটনের নানা পদ !

বুধবার এই প্রসঙ্গে পঞ্চায়েত দফতরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এমন পুরস্কারের পিছনে পঞ্চায়েত দফতরের মূল উদ্দেশ্য হল, ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার বাড়ানো ৷ সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই দফতরের মন্ত্রী পঞ্চায়েত এলাকায় মশাবাহিত রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত একটি বৈঠক করেছেন ৷ রাজ্যের মুখ্যসচিবও আলাদা করে প্রত্যেক জেলাকে সতর্ক করেছেন ৷ এই অবস্থায় পঞ্চায়েত দফতর মনে করছে তাদেরও একটি গুরুদায়িত্ব রয়েছে ৷ আর সেই গুরুদায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই দফতরের তরফ থেকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটি সবদিক পর্যালোচনা করে স্বাস্থ্যবান্ধব পুজোর পুরস্কার দেবে ৷"

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই 'বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলন' নামে একটি পুরস্কার দেওয়া হয় ৷ এটি মূলত শহরভিত্তিকে পুজো কমিটিগুলিকেই দেওয়া হয় ৷ এবার ডেঙ্গি আবহে এর বাইরে গিয়েও পঞ্চায়েত দফতর আলাদা করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এতে গ্রামীণ এলাকার পুজোগুলি যেমন আরও বেশি করে প্রচারে আসবে, তেমনই এইসব অঞ্চলে ডেঙ্গির বিরুদ্ধে লড়াইও কিছুটা সহজ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.