ETV Bharat / city

কোরোনা পরিস্থিতির মধ্যেই শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি - কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম

ইতিমধ্যে শহর কলকাতাতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কয়েকজন ৷ এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ উদ্যোগী হল কলকাতা পৌরনিগম ৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অল্প একটু সচেতনতা, ডেঙ্গিমুক্ত কলকাতা ।

image
শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি
author img

By

Published : Jun 28, 2020, 4:46 AM IST

কলকাতা, 27 জুন: রাজ্যে কোরোনা পরিস্থিতি যথেষ্টউদ্বেগজনক । প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ পাল্লা দিয়ে বাড়ছেমৃত্যুর সংখ্যাও ৷ তবে এবার কোরোনা মধ্যেই নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েদাঁড়িয়েছে ডেঙ্গি । ইতিমধ্যে শহর কলকাতাতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কয়েকজন ৷ এইপরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ উদ্যোগী হল কলকাতা পৌরনিগম ৷ এই প্রকল্পের নামদেওয়া হয়েছে অল্প একটু সচেতনতা, ডেঙ্গিমুক্ত কলকাতা । এদিন কলকাতা পৌরনিগমের চেয়ারম্যানফিরহাদ হাকিম এই প্রকল্পটি সংবাদমাধ্যমের সামনে আনেন । ডেঙ্গি দমনে সাধারণ মানুষেরমধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য একটি ভিডিও প্রকাশ করা হয় এদিন ।

ফিরহাদহাকিম বলেন, ডেঙ্গিরসংক্রমণ প্রতিরোধ করতে মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে হবে । এখন থেকেই যদিনিজের বাড়ির চারপাশে একটু নজর রাখা যায় তাহলে সহজেই ডেঙ্গি দমন করা সম্ভব ।সপ্তাহে একদিন মাত্র দশ মিনিট করে নিজেদের বাড়ি পরিষ্কার করুন ৷ ভাঙ্গা বালতি বাঅনান্য জায়গা যেখানে জল জমে থাকতে পারে সেগুলি নিয়মিত পরিষ্কার করলে সহজেই ডেঙ্গিদমন করা যাবে । শহরবাসীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাড়ি এবং চারপাশে কোথাও জল জমতেদেবেন না ৷ সপ্তাহে একদিন করে নিজেদের বাড়ি ও এলাকা চারপাশ পরিষ্কার রাখুন ৷কোথাও জল যেন না জমে সেই বিষয়ে সজাগ থাকুন । ফিরহাদ বলেন, কোরোনার পরিস্থিতির মধ্যে পৌরকর্মীরাপ্রত্যেকটি বাড়িতে গিয়ে মশার লার্ভা দমনে ওষুধ স্প্রে করতে পারছে না । কারণঅনেকেই নিজেদের বাড়িতে পুরকর্মীদের প্রবেশ করতে দিচ্ছেন না । মশাবাহিত রোগ দমনকরতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে ।

শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

জুলাই মাস থেকেই সমস্ত ওয়ার্ডে প্রচার অভিযান চালাবে কলকাতা পৌরনিগম । বাড়িতে বাড়িতে লিফলেট বিলি করা হবে ৷ রাস্তায় অটো করে প্রচার করবে পুরকর্মীরা । সেইসঙ্গে পুরোকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে সহযোগিতা করার অনুরোধ জানাবেন । শহরবাসীর কাছে ডেঙ্গি মুক্ত কলকাতা করতে বদ্ধপরিকর কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 27 জুন: রাজ্যে কোরোনা পরিস্থিতি যথেষ্টউদ্বেগজনক । প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ পাল্লা দিয়ে বাড়ছেমৃত্যুর সংখ্যাও ৷ তবে এবার কোরোনা মধ্যেই নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েদাঁড়িয়েছে ডেঙ্গি । ইতিমধ্যে শহর কলকাতাতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কয়েকজন ৷ এইপরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ উদ্যোগী হল কলকাতা পৌরনিগম ৷ এই প্রকল্পের নামদেওয়া হয়েছে অল্প একটু সচেতনতা, ডেঙ্গিমুক্ত কলকাতা । এদিন কলকাতা পৌরনিগমের চেয়ারম্যানফিরহাদ হাকিম এই প্রকল্পটি সংবাদমাধ্যমের সামনে আনেন । ডেঙ্গি দমনে সাধারণ মানুষেরমধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য একটি ভিডিও প্রকাশ করা হয় এদিন ।

ফিরহাদহাকিম বলেন, ডেঙ্গিরসংক্রমণ প্রতিরোধ করতে মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে হবে । এখন থেকেই যদিনিজের বাড়ির চারপাশে একটু নজর রাখা যায় তাহলে সহজেই ডেঙ্গি দমন করা সম্ভব ।সপ্তাহে একদিন মাত্র দশ মিনিট করে নিজেদের বাড়ি পরিষ্কার করুন ৷ ভাঙ্গা বালতি বাঅনান্য জায়গা যেখানে জল জমে থাকতে পারে সেগুলি নিয়মিত পরিষ্কার করলে সহজেই ডেঙ্গিদমন করা যাবে । শহরবাসীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাড়ি এবং চারপাশে কোথাও জল জমতেদেবেন না ৷ সপ্তাহে একদিন করে নিজেদের বাড়ি ও এলাকা চারপাশ পরিষ্কার রাখুন ৷কোথাও জল যেন না জমে সেই বিষয়ে সজাগ থাকুন । ফিরহাদ বলেন, কোরোনার পরিস্থিতির মধ্যে পৌরকর্মীরাপ্রত্যেকটি বাড়িতে গিয়ে মশার লার্ভা দমনে ওষুধ স্প্রে করতে পারছে না । কারণঅনেকেই নিজেদের বাড়িতে পুরকর্মীদের প্রবেশ করতে দিচ্ছেন না । মশাবাহিত রোগ দমনকরতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে ।

শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

জুলাই মাস থেকেই সমস্ত ওয়ার্ডে প্রচার অভিযান চালাবে কলকাতা পৌরনিগম । বাড়িতে বাড়িতে লিফলেট বিলি করা হবে ৷ রাস্তায় অটো করে প্রচার করবে পুরকর্মীরা । সেইসঙ্গে পুরোকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে সহযোগিতা করার অনুরোধ জানাবেন । শহরবাসীর কাছে ডেঙ্গি মুক্ত কলকাতা করতে বদ্ধপরিকর কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.