কলকাতা, 3 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দুটি এজলাসের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে প্রধান বিচারপতিকে (Chief Justice) চিঠি দিলেন আইনজীবীরা । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে ।
এর আগে বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের কাছে যাওয়া মামলা নিয়ে আপত্তি তোলেন বেশ কিছু আইনজীবী । ওই বেঞ্চে পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল । কিন্তু তা বাতিল করে অন্য কোনও বেঞ্চে দেওয়ার দাবি জানান একাংশের আইনজীবীরা । তাঁদের তরফে প্রধান বিচারপতিকে এনিয়ে একটি চিঠিও দেওয়া হয় । কেন এই বিচারপতির এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা সরানোর দরকার তাও ব্যাখ্যা করেন আইনজীবীরা । এই আইনজীবীদের অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ বলে খবর ।
আরও পড়ুন: কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে ফের 5 সেপ্টেম্বর হাইকোর্টে হাজিরার নির্দেশ
অন্যদিকে, শুক্রবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও 1 নম্বর আদালত কক্ষ ও 13 নম্বর আদালত কক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবিতে যেসব আইনজীবী চিঠি দিয়েছেন তাঁদের মধ্যে কেউ বিজেপি আবার কেউ সিপিএমের সমর্থক বলে আদালত সূত্রে জানা গিয়েছে । এদিন দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চের সামনে কিছু আইনজীবী জমায়েত করে বয়কটেরও ডাক দিয়েছিলেন । যদিও এই দুই বেঞ্চেই মামলার শুনানিতে তেমন কোনও প্রভাব পড়েনি ।