ETV Bharat / city

কলকাতায় সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু - kolkata

ফের সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু হল হল কলকাতায় । মৃতের নাম রজনি ধননিয়া ।

প্রতীকী চিত্র
author img

By

Published : May 13, 2019, 8:39 PM IST

কলকাতা, ১৩ মে : ফের সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু হল । মৃতের নাম রজনি ধননিয়া (৫৭) । তিনি নৈহাটির বাসিন্দা । গত শনিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

মৃতের স্বামী পবন কুমার ধননিয়া জানান, গায়ে ব্যথা নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতালে গত ৯ মে রজনিকে ভরতি করা হয় । পরীক্ষার পর জানা যায় রজনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত । তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয় । গত শনিবার (১১ মে) বেলা ১২টা নাগাদ রজনির মৃত্যু হয় ।

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হলেও তার ডায়াবেটিসের সমস্যা ছিল । চলতি বছরে এই নিয়ে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত মোট ৭ জনের মৃত্যু হল ।

কলকাতা, ১৩ মে : ফের সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু হল । মৃতের নাম রজনি ধননিয়া (৫৭) । তিনি নৈহাটির বাসিন্দা । গত শনিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

মৃতের স্বামী পবন কুমার ধননিয়া জানান, গায়ে ব্যথা নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতালে গত ৯ মে রজনিকে ভরতি করা হয় । পরীক্ষার পর জানা যায় রজনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত । তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয় । গত শনিবার (১১ মে) বেলা ১২টা নাগাদ রজনির মৃত্যু হয় ।

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হলেও তার ডায়াবেটিসের সমস্যা ছিল । চলতি বছরে এই নিয়ে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত মোট ৭ জনের মৃত্যু হল ।

Intro:কলকাতা, ১৩ মে: সোয়াইন ফ্লু আক্রান্ত আরও একজনের মৃত্যু হল কলকাতায়। মৃতের নাম রজনি ধননিয়া (৫৭)। তিনি সল্টলেকের বাসিন্দা ছিলেন। গত শনিবার সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।Body:মৃত এই রোগীর স্বামী পবন কুমার ধননিয়া (৬০) জানিয়েছেন, কয়েকদিন ধরে গায়ে ব্যথা হচ্ছিল রজনি ধননিয়ার। বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা চলছিল। কিন্তু, ব্যথা বেড়ে যায়।এর পরে চিকিৎসকদের পরামর্শে গত ৯ মে ওই হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। তিনি বলেন, "গত বৃহস্পতিবার রাতে ভর্তি করানো হয়েছিল। সোয়াইন ফ্লুর পরীক্ষা করানো হয়। গত শুক্রবার, ১০ মে জানা যায় আমার স্ত্রী সোয়াইন ফ্লু আক্রান্ত। চিকিৎসা চলছিল। আইসিউতে রাখা হয়েছিল। শনিবার বেলা ১২টা নাগাদ আমার স্ত্রীর মৃত্যু হয়।"Conclusion:বেসরকারি ওই হাসপাতাল থেকে জানানো হয়েছে, মৃত এই রোগীর অন্যান্য সমস্যার মধ্যে ডায়াবেটিসও ছিল। গত ১৮ এপ্রিল সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে ৭৪ বছর বয়সি এক সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু হয়েছিল। মৃত এই বৃদ্ধা নৈহাটির বাসিন্দা ছিলেন। গত ২১ মার্চ সল্টলেকের বেসরকারি এই হাসপাতালে ৮০ বছর বয়সি এক রোগীনির মৃত্যু হয়েছিল। তিনিও সোয়াইন ফ্লু-য়ে আক্রান্ত ছিলেন। এই বৃদ্ধা মহেশতলা মণ্ডলপাড়ার বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত ৭ জনের মৃত্যুর কথা জানা গেল। মৃতদের মধ্যে ১০ মাস বয়সি দুই শিশু এবং ৬২ ও ৮৫ বছর বয়সি দুই বৃদ্ধাও রয়েছেন। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল।
_______

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.