কলকাতা, 3 এপ্রিল : কয়লা পাচার কাণ্ডে সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন পুরুলিয়া জেলার প্রাক্তন পুলিশ সুপার ডি মুরগান ।
সিবিআইয়ের অভিযোগ, যে সময় পুরুলিয়ায় কয়লা পাচারকাণ্ড প্রথমবার প্রকাশ্যে আসে, সেই সময়ে তিনি জেলার পুলিশ সুপার ছিলেন । প্রশ্ন উঠছে, পুলিশ সুপারের পদে থেকেও কেন তিনি কয়লা পাচার আটকালেন না । যদিও তিনি কোনও পদক্ষেপ নিয়ে থাকেন, তবে কী কী পদক্ষেপ নিয়েছিলেন ? কীভাবে তিনি গাড়ি বাজেয়াপ্ত করতেন ? এই সমস্ত তথ্য জানার জন্য তাঁকে এদিন সিবিআই দফতরে ডাকা হয় ৷
আরও পড়ুন: লালার হাজিরার দিন নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, মন্তব্য নারাজ সিপিএম-তৃণমূল
ডি মুরগান ছাড়াও এদিন সকালে সিবিআই দফতরে জেরা করা হয় কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালাকে ৷