ETV Bharat / city

Cyber Trap : মেসেজের লিঙ্ক খুলতেই নিজের নগ্ন ছবি, পুলিশের দ্বারস্থ মহিলা - সাইবার ক্রাইম

আবার কলকাতা এবং ফের সাইবার ক্রাইমের শিকার (cyber trap to blackmail woman) ৷ এবার লোন পরিশোধ করতে গিয়ে নিজের ফোনে একটি মেসেজ আসার পরেই লিঙ্কে ক্লিক করেতেই আঁতকে ওঠার জোগাড় মহিলার । নিজের ফোনে নিজেরই নগ্ন ছবি দেখতে পান তিনি (Cyber Trap for women)।

cyber trap to blackmail woman
Cyber Trap
author img

By

Published : May 12, 2022, 8:19 PM IST

কলকাতা, 12 মে : প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাইবার ক্রাইম তত বাড়ছে ৷ এখন সবার হাতে ফোন, আর এক ক্লিকেই জামাকাপড় থেকে হাজির ওষুধ ৷ সময় কম আর বিকল্প বেশি ৷ সব কিছুই চটজলদি এবং বাড়ি বসেই সাড়তে চায় মানুষ ৷ তাই ফোনের এক ক্লিকেই সাড়া দুনিয়া হাতের মুঠোয় ৷ কিন্তু সেই ক্লিকই যদি হয়ে ওঠে ফাঁদ (Cyber Trap for women)৷

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার মুকুন্দপুর এলাকার এক মহিলা সম্প্রতি এই ঘটনার শিকার হয়েছেন । অভিযোগ তাঁর ফোনে একটি মেসেজ আসে । লোন পরিশোধ করার জন্য সেই মেসেজটি তিনি খোলেন । সেখানে একটি লিঙ্ক দেওয়া ছিল । বিস্তারিত জানতেই তিনি ওই লিঙ্কে ক্লিক করে বসেন । এরপরেই তিনি নিজের নগ্ন ছবি ফোনে দেখতে পান । অভিযোগ, এরপর বিভিন্ন নাম্বার থেকে তাঁর ফোনে ফোন আসতে শুরু করে । বলা হয় 5 হাজার টাকা না-দিলে তাঁর সেই ব্যক্তিগত ছবি আত্মীয়দের ফোনে ছড়িয়ে দেওয়া হবে (cyber trap to blackmail woman)।

আরও পড়ুন : Cyber Trap Sextortion : মিটিং চলাকালীন ভিডিও কলে নগ্ন মহিলার ছবি, সাইবার ফাঁদে সিপিএম নেতা

এর পরেই ওই মহিলা স্থানীয় থানা এবং লালবাজারে অভিযোগ দায়ের করেন । কিন্তু তাঁর অভিযোগ ফোনে সাইবার দস্যুদের ফোন আসা এখনও কমেনি । এক সপ্তাহে সেই টাকার অঙ্ক 5000 থেকে 20000-এ পরিণত হয় । অর্থাৎ সাইবার দস্যুরা কুড়ি হাজার টাকা ওই মহিলার কাছ থেকে চেয়ে বসেন । অভিযোগ টাকা না-দিলে মহিলার মেয়েকে অপহরণ করার হুমকিও দেওয়া হয় । ইতিমধ্যেই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন । যদিও এই বিষয়ে লালবাজারে তরফে কোনও পুলিশকর্মী মুখ খুলতে চাননি ।

কলকাতা, 12 মে : প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাইবার ক্রাইম তত বাড়ছে ৷ এখন সবার হাতে ফোন, আর এক ক্লিকেই জামাকাপড় থেকে হাজির ওষুধ ৷ সময় কম আর বিকল্প বেশি ৷ সব কিছুই চটজলদি এবং বাড়ি বসেই সাড়তে চায় মানুষ ৷ তাই ফোনের এক ক্লিকেই সাড়া দুনিয়া হাতের মুঠোয় ৷ কিন্তু সেই ক্লিকই যদি হয়ে ওঠে ফাঁদ (Cyber Trap for women)৷

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার মুকুন্দপুর এলাকার এক মহিলা সম্প্রতি এই ঘটনার শিকার হয়েছেন । অভিযোগ তাঁর ফোনে একটি মেসেজ আসে । লোন পরিশোধ করার জন্য সেই মেসেজটি তিনি খোলেন । সেখানে একটি লিঙ্ক দেওয়া ছিল । বিস্তারিত জানতেই তিনি ওই লিঙ্কে ক্লিক করে বসেন । এরপরেই তিনি নিজের নগ্ন ছবি ফোনে দেখতে পান । অভিযোগ, এরপর বিভিন্ন নাম্বার থেকে তাঁর ফোনে ফোন আসতে শুরু করে । বলা হয় 5 হাজার টাকা না-দিলে তাঁর সেই ব্যক্তিগত ছবি আত্মীয়দের ফোনে ছড়িয়ে দেওয়া হবে (cyber trap to blackmail woman)।

আরও পড়ুন : Cyber Trap Sextortion : মিটিং চলাকালীন ভিডিও কলে নগ্ন মহিলার ছবি, সাইবার ফাঁদে সিপিএম নেতা

এর পরেই ওই মহিলা স্থানীয় থানা এবং লালবাজারে অভিযোগ দায়ের করেন । কিন্তু তাঁর অভিযোগ ফোনে সাইবার দস্যুদের ফোন আসা এখনও কমেনি । এক সপ্তাহে সেই টাকার অঙ্ক 5000 থেকে 20000-এ পরিণত হয় । অর্থাৎ সাইবার দস্যুরা কুড়ি হাজার টাকা ওই মহিলার কাছ থেকে চেয়ে বসেন । অভিযোগ টাকা না-দিলে মহিলার মেয়েকে অপহরণ করার হুমকিও দেওয়া হয় । ইতিমধ্যেই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন । যদিও এই বিষয়ে লালবাজারে তরফে কোনও পুলিশকর্মী মুখ খুলতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.