ETV Bharat / city

Customs Department Seized Gold: বড়বাজার ও বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত দেড় কোটি টাকার সোনা - কলকাতা বিমানবন্দর

শহরে শুল্ক দফতরের অভিযানে বাজেয়াপ্ত হল প্রায় দেড় কোটি টাকার সোনা (Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport) ৷ বড়বাজার এবং কলকাতা বিমানবন্দর থেকে এই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কলকাতা বিমানবন্দরে মোট তিন যাত্রীর থেকে প্রায় 60 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বড়বাজার এলাকা থেকে 90 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷

Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport
Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport
author img

By

Published : Jul 5, 2022, 4:04 PM IST

কলকাতা, 5 জুন: কলকাতা বিমানবন্দর এবং বড়বাজার এলাকা থেকে বাজেয়াপ্ত হল প্রায় দেড় কোটি টাকার সোনা (Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport) ৷ গতকাল রাতে বড়বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায় শুল্ক দফতর ৷ সেখান থেকে প্রায় 90 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷ অন্যদিকে, দুবাই থেকে ফেরা দুই যাত্রীর থেকে 50 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ আরেক ভারতীয় যাত্রীর থেকে 233 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল বড়বাজারে অভিযান চালিয়ে শুল্ক দফতরের আধিকারিকরা বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করে ৷ যার আনুমানিক বাজারদর 90 লক্ষ টাকা ৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সোনার এই বিস্কুটগুলি বিদেশ থেকে আনা হয়েছিল ৷

আরও পড়ুন: Gold Worth Rs 55 Lakh Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে 55 লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার 1

অন্যদিকে, গতকালই কলকাতা বিমানবন্দর থেকে 50 লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, দু’জন যাত্রীর কাছ থেকে ওই সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ তাঁরা দুবাই থেকে কলকাতায় এসেছিল ৷ কলকাতা বিমানবন্দরেই এক যাত্রীর থেকে 233 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রিন চ্যানেল পার করার সময় ওই যাত্রীকে আটকানো হয় ৷ তল্লাশি চালিয়ে সোনার দু’টি পাত এবং 24 ক্যারেটের টেন উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় 11 লক্ষ টাকা ৷

কলকাতা, 5 জুন: কলকাতা বিমানবন্দর এবং বড়বাজার এলাকা থেকে বাজেয়াপ্ত হল প্রায় দেড় কোটি টাকার সোনা (Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport) ৷ গতকাল রাতে বড়বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায় শুল্ক দফতর ৷ সেখান থেকে প্রায় 90 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷ অন্যদিকে, দুবাই থেকে ফেরা দুই যাত্রীর থেকে 50 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ আরেক ভারতীয় যাত্রীর থেকে 233 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল বড়বাজারে অভিযান চালিয়ে শুল্ক দফতরের আধিকারিকরা বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করে ৷ যার আনুমানিক বাজারদর 90 লক্ষ টাকা ৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সোনার এই বিস্কুটগুলি বিদেশ থেকে আনা হয়েছিল ৷

আরও পড়ুন: Gold Worth Rs 55 Lakh Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে 55 লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার 1

অন্যদিকে, গতকালই কলকাতা বিমানবন্দর থেকে 50 লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, দু’জন যাত্রীর কাছ থেকে ওই সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ তাঁরা দুবাই থেকে কলকাতায় এসেছিল ৷ কলকাতা বিমানবন্দরেই এক যাত্রীর থেকে 233 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রিন চ্যানেল পার করার সময় ওই যাত্রীকে আটকানো হয় ৷ তল্লাশি চালিয়ে সোনার দু’টি পাত এবং 24 ক্যারেটের টেন উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় 11 লক্ষ টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.