কলকাতা, 12 মার্চ : নতুন করে ফাটল বউবাজারে গৌর দে লেনের কয়েকটি বাড়িতে ৷ 5/2 সহ একাধিক বাড়িতে গতরাতে ফের ফাটল দেখা দেয় । 5/2 বাড়িটি ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে ৷ বাড়িতে প্রায় 30 জন বাসিন্দা বসবাস করেন ৷ কেশরি নামে বাড়ির এক বাসিন্দা জানান, তাঁরা কয়েকদিনের জন্য কলকাতার বাইরে গেছিলেন । গতকাল ফিরে এসে দেখেন, বাড়ির বিভিন্ন অংশে নতুন করে ফাটল ধরেছে । এরপরই মেট্রো কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা এসে পরিদর্শন করেন । ফাটলগুলিকে চিহ্নিত করে মেট্রো রেল কর্তৃপক্ষ ।
নতুন করে ফাটল বউবাজারের কয়েকটি বাড়িতে, আতঙ্কে বাসিন্দারা - kolkata
গতকাল বউবাজারের বাড়িতে যে ধরনের ফাটল হয়েছে তা গতবারের তুলনায় অনেক বেশি বলে জানা গিয়েছে ৷
কলকাতা, 12 মার্চ : নতুন করে ফাটল বউবাজারে গৌর দে লেনের কয়েকটি বাড়িতে ৷ 5/2 সহ একাধিক বাড়িতে গতরাতে ফের ফাটল দেখা দেয় । 5/2 বাড়িটি ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে ৷ বাড়িতে প্রায় 30 জন বাসিন্দা বসবাস করেন ৷ কেশরি নামে বাড়ির এক বাসিন্দা জানান, তাঁরা কয়েকদিনের জন্য কলকাতার বাইরে গেছিলেন । গতকাল ফিরে এসে দেখেন, বাড়ির বিভিন্ন অংশে নতুন করে ফাটল ধরেছে । এরপরই মেট্রো কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা এসে পরিদর্শন করেন । ফাটলগুলিকে চিহ্নিত করে মেট্রো রেল কর্তৃপক্ষ ।