কলকাতা, 2 অগস্ট: স্বাধীনতার 75 বছরে (75 Years of Independence Day) একাধিক কর্মসূচি সিপিআইএম-এর ৷ কেন্দ্রীয় কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন জায়গায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের লড়াই-আন্দোলন ও স্বাধীনতায় বামপন্থীদের ভূমিকা তুলে ধরা হচ্ছে ৷ 1-15 অগস্ট পর্যন্ত প্রদর্শনী, সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সিপিআইএম ৷ তেমনই সোমবার রাতে রাসবিহারী মোড়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷
সেলিম সাংবাদিক বৈঠক করে এ নিয়ে বলেন, ‘‘ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম সারিতে ছিল বামেরা ৷ একই ভাবে বাংলা থেকেও বহু বিপ্লবী স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৷ ধর্ম-বর্ণ ও জাতপাত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছেন ৷ অথচ, আরএসএস-বিজেপি দেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ আমরা তার বিরুদ্ধে লাগাতার কর্মসূচি নিয়েছি ৷’’
আরও পড়ুন: দেশের আর্থিক মন্দা-সহ একাধিক ইস্যুতে সেপ্টেম্বরে 11 দিনের আন্দোলন সিপিএমের
রাসবিহারী-সহ কলকাতার যে সব জায়াগায় বিভিন্ন প্রদর্শনী ও অনুষ্ঠান হচ্ছে, সেখানে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন সেলিম ৷ তেমনই স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা স্বীকার করে নিলেও, পরবর্তী সময়ে বামেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ হাজরার বাসিন্দা অলোক বসু বলেন, ‘‘ভারতের স্বাধীনতা সংগ্রামে সিপিএমের ভূমিকা ছিল ৷ অস্বীকার করার নয়। কিন্তু ব্রিটিশদের সঙ্গে রাশিয়ার চুক্তির পর বামেরা স্বাধীনতা আন্দোলন থেকে সরে এসেছিল ৷ যা নিয়ে কোনওদিন বামেরা জবাব দেয়নি ৷ আর সেটা এই প্রদর্শনীতেও উল্লেখ করা হয়নি ৷’’