কলকাতা, 24 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর তহবিলে 10 লাখ টাকা দিলেন বাম বিধায়করা । আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে একথা জানালেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী ।
সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে জেলার সংশ্লিষ্ট হাসপাতালে কোরোনা ভাইরাসের চিকিৎসা পরিকাঠামো ও উপকরণের জন্য ন্যূনতম 10 লাখ টাকা করে দেওয়া হবে । রাজ্যের বামপন্থী বিধায়কগণ এই অর্থ দেবেন ৷ সংশ্লিষ্ট জেলা শাসকদের যত দ্রুত সম্ভব এই বরাদ্দের কথা জানিয়ে দেওয়া হবে । COVID-19 বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি ক্ষুদ্র প্রয়াস বলে চিঠিতে উল্লেখ করেন সুজন চক্রবর্তী । বাঁকুড়া জেলার বড়জোড়ার CPI(M) বিধায়ক সুজিত চক্রবর্তী বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এবং গঙ্গাজলঘাটি অমরকানন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে 10 লাখ টাকা সাহায্যের প্রস্তাব দিয়েছেন । সরকারকে কোরোনা মোকাবিলায় সমস্ত রকম সহযোগিতা করার পাশাপাশি সুজিত চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব এলেই তিনি পরবর্তী পদক্ষেপ করবেন । গতকালের সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে মন্তব্য করেছেন বাম নেতৃত্ব । তারা জানিয়েছেন, CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের প্রস্তাব অনুযায়ী মেডিকেল কলেজকে কেবলমাত্র কোরোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে । অন্যদিকে বামেদের প্রস্তাব মেনে মুখ্যমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের 1000 টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন ।