কলকাতা, 7 সেপ্টেম্বর : বাগুইআটির দুই পড়ুয়া খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি (Baguiati Double Murder) । বুধবার সকাল থেকেই বাগুইআটিতে বিক্ষোভ চলছে । সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল, ময়দানে নেমেছে সবপক্ষই । এই পরিস্থিতিতে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) শাসকদলকে কড়া আক্রমণ করলেন ।
এদিন তিনি বলেন, "দুই কিশোরের অপহরণ ! ছাত্র খুন ! অভিযোগ জানানোর দু'সপ্তাহ পরেও পুলিশি নিষ্ক্রিয়তা । শুধু পিসি-ভাইপোর জন্যই পুলিশের সব ব্যবস্থা ? মানুষের নিরাপত্তা কোথায় ? এ তো নৃশংসতা । মুখ্যমন্ত্রী কোথায় ? ন্যূনতম মানবিক দায় মাথায় নিয়ে পুলিশ মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন ।"
প্রসঙ্গত, অগস্ট মাসের 22 তারিখে বাগুইআটির জগৎপুর খাল ধারের বাসিন্দা অতনু দে ও অর্জুনপুরের বাসিন্দা অভিষেক নস্কর নামে দুই ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় । এরপরেই তাদের পরিবারের কাছে এক কোটি টাকার মুক্তিপণ চেয়ে মেসেজ আসে । বিষয়টি নিয়ে দুই ছাত্রের পরিবারের তরফে বাগুইআটি থানায় অভিযোগ জানানো হয় ।
কিন্তু অভিযোগ, পুলিশ কোনোরকম ভাবেই সাহায্য করেনি অপহৃত ওই ছাত্রদের খুঁজে বের করতে ৷ সোমবার রাতে পুলিশের তরফে জানানো হয় অতনু দে ও অভিষেক নস্কর নামে নিখোঁজ দুই ছাত্রের দেহ মিলেছে বসিরহাটের জেলা হাসপাতালের মর্গে । মঙ্গলবার দুই ছাত্রের পরিবারের সদস্যরা তাদের দেহ শনাক্ত করেন ৷ আর তারপর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে । ইতিমধ্যে, গাফিলতির অভিযোগে বাগুইআটি থানার (Baguiati PS) ওসিকে ক্লোজ করা হয়েছে ।
আরও পড়ুন : বাগুইআটি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, 'ক্লোজড' আইসি