কলকাতা, 15 নভেম্বর : বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বিরুদ্ধে এবার সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM leader Sujan Chakraborty) ৷ প্রশ্ন তুললেন, কঙ্গনাকে পদ্মশ্রী (Padmashri) দেওয়ার মাপকাঠি নিয়ে ৷ অভিনেত্রীর পদ্ম-সম্মান ফিরিয়ে নিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) কাছে আর্জিও জানালেন তিনি ৷
সোমবার সকালে টুইট করে এই বক্তব্য প্রকাশ করেন রাজ্যের প্রাক্তন বাম পরিষদীয় নেতা ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘স্বাধীনতার লড়াই নিয়ে এতই যাঁর প্রশ্ন এবং অজ্ঞতা, তিনি ‘পদ্মশ্রী’ পান কীভাবে ?’’
আরও পড়ুন : Kangana Ranaut : স্বাধীনতা নিয়ে বক্তব্য ভুল প্রমাণ করতে পারলে পদ্মশ্রী ফেরানোর চ্যালেঞ্জ কঙ্গনার
এখানে উল্লেখ করা প্রয়োজন, পদ্মশ্রী পাওয়ার দিন দু‘য়েকের মধ্যেই ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত ৷ 1947 সালে ভারত ভিক্ষার স্বাধীনতা পেয়েছিল বলে তিনি মত প্রকাশ করেন ৷ এই নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয় ৷ কঙ্গনার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার অভিযোগ ওঠে ৷ পুলিশের কাছেও অভিযোগ দায়ের ৷
কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে পালটা প্রশ্ন তোলেন বলিউডের এই অভিনেত্রী ৷ তিনি জানতে চান, 1947 সালে কোন যুদ্ধ হয়েছিল? কেউ এমন কোনও যুদ্ধের কথা জানাতে পারলে, তিনি ক্ষমা চাইবেন এবং পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বলেও পালটা চ্যালেঞ্জ ছোড়েন ৷
আরও পড়ুন : Kangana Ranaut: দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে 2014-তে, কঙ্গনার মন্তব্যে নিন্দার ঝড়
তবে ভিক্ষার স্বাধীনতা সংক্রান্ত মন্তব্য করার পাশাপাশি কঙ্গনা দাবি করেছিলেন 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার গঠিত হওয়ার পরই ভারতে আসল স্বাধীনতা এসেছে ৷ সেই প্রেক্ষিতেই প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী ৷ টুইটে তিনি কঙ্গনার পদ্মশ্রী প্রাপ্তীর মাপকাঠি নিয়ে জানতে চেয়েছেন, ‘‘ মোদিজীতে মোহাচ্ছন্নতাই কি একমাত্র মাপকাঠি ?’’
পাশাপাশি তিনি কঙ্গনা রানাওয়ানের পদ্মশ্রী কেড়ে নেওয়ারও দাবি তুলেছেন ৷ সুজনের দাবি, ‘‘কঙ্গনা রানাওয়াতের বেনিয়মী পদ্মশ্রী অবিলম্বে ফেরতের ব্যবস্থা করুন রাষ্ট্রপতিজী ৷’’
আরও পড়ুন : Shilpa-Raj : ফের বিপাকে শিল্পা-রাজ, প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর