ETV Bharat / city

অবিলম্বে শহরতলিতে ট্রেন চালাতে হবে, দাবি CPI(M)-এর - শহরতলীর ট্রেন চলাচল শুরুর দাবি

অবিলম্বে শহরতলিতে লোকাল ট্রেন চালাতে হবে । এই দাবি তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

train service
ট্রেন চলাচল শুরুর দাবি CPI(M)-এর
author img

By

Published : Oct 12, 2020, 10:48 PM IST

Updated : Oct 13, 2020, 6:03 PM IST

কলকাতা, 12 অক্টোবর :লোকাল ট্রেন চালাতে হবে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও একই দাবি করলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে। তাঁর বক্তব্য, "মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে, খুলে দেওয়া হয়েছে শহরের বিভিন্ন শপিং মল। সিনেমা হল সহ মিছিল-মিটিং তো লেগেই আছে। দুর্গাপুজোয় ধুমধাম আয়োজনের জন্য রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করেছে। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে সরকার চাইছে মানুষ ঘর থেকে বাইরে বের হোক। পুজোর আনন্দে নিজেদের ভাসিয়ে দিক। তার পরের পরিণতিটা কেউ ভাবছে না।"

সুজন চক্রবর্তী বলেন, সব লোকাল ট্রেন চালাতে হবে । সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস সমস্ত খুলে গিয়েছে । গ্রামের মানুষকে অনেক বেশি টাকা খরচ করে কর্মস্থানে পৌঁছাতে হচ্ছে। ট্রেন ছাড়া অন্যভাবে কর্মস্থানে পৌঁছাতে খরচ হয়ে যাচ্ছে 150 থেকে 200 টাকা। যাতায়াতের জন্য ট্রেনই অনেকের ভরসা । ট্রেন বন্ধ থাকলে মানুষ যাতায়াত করবে কীভাবে ? অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত সংখ্যায় লোকাল ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে।

বিমান বসু বলেন, দূরত্ববিধি মেনেই অবিলম্বে শহরতলিতে ট্রেন চালানো প্রয়োজন । রাজ‍্য সরকারের উচিত, আন্তরিকতার সঙ্গে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।

কলকাতা, 12 অক্টোবর :লোকাল ট্রেন চালাতে হবে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও একই দাবি করলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে। তাঁর বক্তব্য, "মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে, খুলে দেওয়া হয়েছে শহরের বিভিন্ন শপিং মল। সিনেমা হল সহ মিছিল-মিটিং তো লেগেই আছে। দুর্গাপুজোয় ধুমধাম আয়োজনের জন্য রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করেছে। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে সরকার চাইছে মানুষ ঘর থেকে বাইরে বের হোক। পুজোর আনন্দে নিজেদের ভাসিয়ে দিক। তার পরের পরিণতিটা কেউ ভাবছে না।"

সুজন চক্রবর্তী বলেন, সব লোকাল ট্রেন চালাতে হবে । সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস সমস্ত খুলে গিয়েছে । গ্রামের মানুষকে অনেক বেশি টাকা খরচ করে কর্মস্থানে পৌঁছাতে হচ্ছে। ট্রেন ছাড়া অন্যভাবে কর্মস্থানে পৌঁছাতে খরচ হয়ে যাচ্ছে 150 থেকে 200 টাকা। যাতায়াতের জন্য ট্রেনই অনেকের ভরসা । ট্রেন বন্ধ থাকলে মানুষ যাতায়াত করবে কীভাবে ? অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত সংখ্যায় লোকাল ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে।

বিমান বসু বলেন, দূরত্ববিধি মেনেই অবিলম্বে শহরতলিতে ট্রেন চালানো প্রয়োজন । রাজ‍্য সরকারের উচিত, আন্তরিকতার সঙ্গে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।

Last Updated : Oct 13, 2020, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.