ETV Bharat / city

No Mask In 21 July: তৃণমূলের শহিদ সমাবেশে শিকেয় কোভিড বিধি - 21 july gathering did not care covid 19 rules

হাইকোর্ট ও স্বাস্থ্য দফতরের নির্দেশিকা ছিল 21 জুলাইয়ের সমাবেশে মাস্ক বাধ্যতামূলক ৷ দূরত্ববিধি মানার নির্দেশিকা ছিল ৷ দু‘টির কোনটিই দেখা গেল না শাসকদলের শহিদ দিবসের সমাবেশে (No Mask In 21 july) ৷

No Mask In 21 july
সমাবেশে শিকেয় কোভিড বিধি
author img

By

Published : Jul 21, 2022, 10:43 PM IST

কলকাতা, 21 জুলাই: রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ ৷ বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের সংকেত আগেই দিয়েছিলেন ৷ তাই শহিদ দিবসের সমাবেশে মাস্ক বাধ্যতামূলক ও দূরত্ব বিধি মানার নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য দফতর (No Mask In 21 july) ৷ দু‘টি বিধির কোনওটাই মানতে দেখা গেল না 21 জুলাইয়ের সমাবেশে ৷

দু‘বছর পর ভার্চুয়ালি হওয়ার পর এবার তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ হয়েছে ধর্মতলা চত্বরে । সেই সমাবেশে দূর-দূরান্ত থেকে কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মানুজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সকলেই অপেক্ষায় ছিলেন দলনেত্রীর বার্তার । কিন্তু এইসবের মাঝে কোথাও চোখে পড়ল না কোভিড বিধি ।

আরও পড়ুন: রাজ্যে করোনার বলি আরও 6, বাড়ল সংক্রমণের হার

কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন মাস্ক ছাড়া । নেই যথাযথ দূরত্ব বিধি । সমাবেশ চত্বরে তিলধারণের জায়গা ছিল না বললেই চলে । যা কোভিডের বর্তমান বাড়বাড়ন্ত পরিস্থিতির জন্য় ভয়ানক । রাজ্যে বেশ কিছুদিন ধরেই বাড়ছে করোনার গ্রাফ । বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ কিন্তু তারপর এই চিত্র ।

কলকাতা, 21 জুলাই: রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ ৷ বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের সংকেত আগেই দিয়েছিলেন ৷ তাই শহিদ দিবসের সমাবেশে মাস্ক বাধ্যতামূলক ও দূরত্ব বিধি মানার নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য দফতর (No Mask In 21 july) ৷ দু‘টি বিধির কোনওটাই মানতে দেখা গেল না 21 জুলাইয়ের সমাবেশে ৷

দু‘বছর পর ভার্চুয়ালি হওয়ার পর এবার তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ হয়েছে ধর্মতলা চত্বরে । সেই সমাবেশে দূর-দূরান্ত থেকে কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মানুজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সকলেই অপেক্ষায় ছিলেন দলনেত্রীর বার্তার । কিন্তু এইসবের মাঝে কোথাও চোখে পড়ল না কোভিড বিধি ।

আরও পড়ুন: রাজ্যে করোনার বলি আরও 6, বাড়ল সংক্রমণের হার

কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন মাস্ক ছাড়া । নেই যথাযথ দূরত্ব বিধি । সমাবেশ চত্বরে তিলধারণের জায়গা ছিল না বললেই চলে । যা কোভিডের বর্তমান বাড়বাড়ন্ত পরিস্থিতির জন্য় ভয়ানক । রাজ্যে বেশ কিছুদিন ধরেই বাড়ছে করোনার গ্রাফ । বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ কিন্তু তারপর এই চিত্র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.