ETV Bharat / city

COVID 19 : চার অঙ্কে পৌঁছাল কোরোনা আক্রান্তের সংখ্যা - coronavirus death toll india

আজ এখনও পর্যন্ত সারা দেশে নতুন করে 151 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাস (COVID-19) । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1024 ।

COVID 19
covid 19
author img

By

Published : Mar 29, 2020, 11:33 AM IST

Updated : Mar 29, 2020, 11:24 PM IST

দিল্লি ও কলকাতা, 28 মার্চ : গুজরাতের পর এবার ফের মহারাষ্ট্র ৷ মহারাষ্ট্রে 45 বছর বয়সি এক ব্যক্তি আজই কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৷ পাশাপাশি রাজস্থানসহ দেশের একাধিক প্রান্ত থেকে নতুন করে সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছে ৷ মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে সাতজন ৷ তাঁদের মধ্যে চারজন মুম্বইয়ের, একজন পুনের ৷ একজন সাঙ্গিল ও আর একজন নাগপুরের বাসিন্দা ৷

Lockdown
কোন পথে দেশের কোরোনা পরিস্থিতি ?

পাশাপাশি রাজ্যে নতুন করে এক ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের (COVID-19) খোঁজ মিলেছে । এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 ।

স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত 1024 জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷মারা গেছে 27 জন ৷ স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ইতিমধ্যে 96 জন সুস্থ হয়ে উঠেছে ৷ এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে 901 জন মানুষ ৷ গতরাত থেকে এখনও পর্যন্ত দেশে নতুন করে আক্রান্ত হয়েছে কমপক্ষে 151 জন ৷ রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তেলেঙ্গানায় ৷ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ 30 হাজারের বেশি ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 হাজার ৷

দিল্লি ও কলকাতা, 28 মার্চ : গুজরাতের পর এবার ফের মহারাষ্ট্র ৷ মহারাষ্ট্রে 45 বছর বয়সি এক ব্যক্তি আজই কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৷ পাশাপাশি রাজস্থানসহ দেশের একাধিক প্রান্ত থেকে নতুন করে সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছে ৷ মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে সাতজন ৷ তাঁদের মধ্যে চারজন মুম্বইয়ের, একজন পুনের ৷ একজন সাঙ্গিল ও আর একজন নাগপুরের বাসিন্দা ৷

Lockdown
কোন পথে দেশের কোরোনা পরিস্থিতি ?

পাশাপাশি রাজ্যে নতুন করে এক ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের (COVID-19) খোঁজ মিলেছে । এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 ।

স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত 1024 জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷মারা গেছে 27 জন ৷ স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ইতিমধ্যে 96 জন সুস্থ হয়ে উঠেছে ৷ এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে 901 জন মানুষ ৷ গতরাত থেকে এখনও পর্যন্ত দেশে নতুন করে আক্রান্ত হয়েছে কমপক্ষে 151 জন ৷ রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তেলেঙ্গানায় ৷ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ 30 হাজারের বেশি ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 হাজার ৷

Last Updated : Mar 29, 2020, 11:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.