কলকাতা, 20 জুন : আজও মুক্তি পেলেন না ইউটিউবার রোদ্দুর রায় (Youtuber Roddur Roy) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন ৷ এতদিন আদালতের নির্দেশে তিনি ছিলেন কলকাতা পুলিশের হেফাজতে ৷ এবার তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, রোদ্দুর রায়ের বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে ৷ একটি মামলা হয়েছে কলকাতার বড়তলা থানায় ৷ অন্য মামলাটি হয় হেয়ার স্ট্রিট থানায় ৷ বড়তলার থানার মামলাতে তাঁকে আদালত এদিন সাতদিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত (Court Sends Youtuber Roddur Roy to JC for 7 Days) ৷
অন্যদিকে হেয়ার স্ট্রিট থানার মামলায় 2 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে নগর দায়রা আদালত তাঁর জামিনের নির্দেশ দিয়েছে সোমবার ।
পাশাপাশি গত মাসে দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে নিজেদের হেফাজতে রোদ্দুর রায়কে চেয়ে আলিপুর আদালতের দারস্থ হবে পাটুলি থানার, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে ৷ সব মিলিয়ে এখনই জেল মুক্ত হওয়ার সম্ভাবনা নেই ইউটিউবার রোদ্দুর রায়ের ।
আরও পড়ুন : Roddur Roy : মমতা-অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার রোদ্দুর রায়