ETV Bharat / city

রিজেন্ট পার্ক ও গড়ফার 4 পুলিশকর্মী কোরোনা মুক্ত - কলকাতা পুলিশের প্রায় 232জন কর্মী আক্রান্ত

কলকাতা পুলিশের চার কর্মী কোরোনা মুক্ত হলেন । গড়ফা থানা এবং রিজেন্ট পার্ক থানার তিন সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবল সুস্থ হয়ে উঠেছেন । 

lalbazar
lalbazar
author img

By

Published : Jun 11, 2020, 3:56 PM IST

কলকাতা, 11জুন : কোরোনা মুক্ত হলেন কলকাতা পুলিশের আরও চার পুলিশকর্মী । গড়ফা থানা এবং রিজেন্ট পার্ক থানার তিন সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবল সুস্থ হয়ে উঠেছেন । ফলে কলকাতা পুলিশে সুস্থ হয়ে ফেরার সংখ্যা বাড়ল । শুধু গড়ফা থানাতেই চার পুলিশকর্মী সুস্থ হলেন । সুস্থ হয়ে ওঠা ওই পুলিশকর্মীকে অভিবাদন জানালেন রিজেন্ট পার্ক এবং গড়ফা থানার OC । সহকর্মীরা হাততালি দিয়ে শুভেচ্ছা জানালেন ।


এর আগেও সুস্থ হয়েছেন গার্ডেনরিচ থানার OC, বউ বাজার থানার OC, প্রগতি ময়দান থানার OCসহ আরও কয়েকজন পুলিশকর্মী । দিন কয়েক আগে সুস্থ হন গড়ফা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অতুল দাস । তিনি 22 মে বাঙুর হাসপাতালে ভরতি হয়েছিলেন । সেখানে তাঁর সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট এলে জানা যায়, কোরোনা পজ়িটিভ ।

চিকিৎসাধীন ছিলেন গড়ফা থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ তপন নাথ । চিকিৎসাধীন ছিলেন সার্জেন্ট রোহিতেশ্ব হালদার এবং কনস্টেবল পংকজ মাইতি, মানস কুমার সিংহ মহাপাত্র, কনস্টেবল দিলীপ বিশ্বাস এবং সুবল বর্মন । কয়েকদিন আগে তাঁরা হাসপাতাল থেকে ছাড়া পান । এইবার সুস্থ হলেন সাব-ইন্সপেক্টর রাজীব হালদার এবং সাব-ইন্সপেক্টর রতন সাহা । তাঁদের সঙ্গেই সুস্থ হলেন প্রার্থনার সাব-ইন্সপেক্টর কুণাল বারিক এবং কনস্টেবল গৌতম গড়াই । এই চারজন শহরের বেসরকারি হাসপালাতে চিকিৎসাধীন ।


লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ । অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া ব্যক্তিকে চিহ্নিত করে প্রয়োজনে তাঁকে গ্রেপ্তার করছে পুলিশ । প্রতিটি গাড়ির পরীক্ষা করা হচ্ছে । এমনকী রাস্তায় থুতু ফেললেও সেই ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে । অন‍্যদিকে আবার শহরবাসীকে নানারকম ভাবে সাহায্য করছে পুলিশ । অনেকক্ষেত্রে গরিব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন । কোরোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করা হচ্ছে । কোথাও আবার বাজার পর্যন্ত করে দিচ্ছে পুলিশ । কিন্তু এর মধ্যেই কলকাতা পুলিশের প্রায় 232জন কর্মী আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা অনেক ।

লালবাজার সূত্র জানা গেছে, শুধুমাত্র গড়ফা থানাতেই আক্রান্ত হয়েছিলেন 12জন অফিসার এবং কর্মী । এই গড়ফা থানাতেই পুলিশকর্মীদের সংক্রমণ এবং তারপর এক কনস্টেবলের কোরোনার লক্ষণ নিয়ে মৃত্যুর জেরে বিক্ষোভ হয়েছিল । এখন পরপর আটজন সহকর্মী সুস্থ হওয়ায় যেন প্রাণ ফিরেছে গড়ফা থানায় ।

কলকাতা, 11জুন : কোরোনা মুক্ত হলেন কলকাতা পুলিশের আরও চার পুলিশকর্মী । গড়ফা থানা এবং রিজেন্ট পার্ক থানার তিন সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবল সুস্থ হয়ে উঠেছেন । ফলে কলকাতা পুলিশে সুস্থ হয়ে ফেরার সংখ্যা বাড়ল । শুধু গড়ফা থানাতেই চার পুলিশকর্মী সুস্থ হলেন । সুস্থ হয়ে ওঠা ওই পুলিশকর্মীকে অভিবাদন জানালেন রিজেন্ট পার্ক এবং গড়ফা থানার OC । সহকর্মীরা হাততালি দিয়ে শুভেচ্ছা জানালেন ।


এর আগেও সুস্থ হয়েছেন গার্ডেনরিচ থানার OC, বউ বাজার থানার OC, প্রগতি ময়দান থানার OCসহ আরও কয়েকজন পুলিশকর্মী । দিন কয়েক আগে সুস্থ হন গড়ফা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অতুল দাস । তিনি 22 মে বাঙুর হাসপাতালে ভরতি হয়েছিলেন । সেখানে তাঁর সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট এলে জানা যায়, কোরোনা পজ়িটিভ ।

চিকিৎসাধীন ছিলেন গড়ফা থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ তপন নাথ । চিকিৎসাধীন ছিলেন সার্জেন্ট রোহিতেশ্ব হালদার এবং কনস্টেবল পংকজ মাইতি, মানস কুমার সিংহ মহাপাত্র, কনস্টেবল দিলীপ বিশ্বাস এবং সুবল বর্মন । কয়েকদিন আগে তাঁরা হাসপাতাল থেকে ছাড়া পান । এইবার সুস্থ হলেন সাব-ইন্সপেক্টর রাজীব হালদার এবং সাব-ইন্সপেক্টর রতন সাহা । তাঁদের সঙ্গেই সুস্থ হলেন প্রার্থনার সাব-ইন্সপেক্টর কুণাল বারিক এবং কনস্টেবল গৌতম গড়াই । এই চারজন শহরের বেসরকারি হাসপালাতে চিকিৎসাধীন ।


লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ । অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া ব্যক্তিকে চিহ্নিত করে প্রয়োজনে তাঁকে গ্রেপ্তার করছে পুলিশ । প্রতিটি গাড়ির পরীক্ষা করা হচ্ছে । এমনকী রাস্তায় থুতু ফেললেও সেই ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে । অন‍্যদিকে আবার শহরবাসীকে নানারকম ভাবে সাহায্য করছে পুলিশ । অনেকক্ষেত্রে গরিব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন । কোরোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করা হচ্ছে । কোথাও আবার বাজার পর্যন্ত করে দিচ্ছে পুলিশ । কিন্তু এর মধ্যেই কলকাতা পুলিশের প্রায় 232জন কর্মী আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা অনেক ।

লালবাজার সূত্র জানা গেছে, শুধুমাত্র গড়ফা থানাতেই আক্রান্ত হয়েছিলেন 12জন অফিসার এবং কর্মী । এই গড়ফা থানাতেই পুলিশকর্মীদের সংক্রমণ এবং তারপর এক কনস্টেবলের কোরোনার লক্ষণ নিয়ে মৃত্যুর জেরে বিক্ষোভ হয়েছিল । এখন পরপর আটজন সহকর্মী সুস্থ হওয়ায় যেন প্রাণ ফিরেছে গড়ফা থানায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.