ETV Bharat / city

পিএসির চেয়ারম্যান পদে শাসক দলের বিধায়ক ? শুরু জল্পনা - বিধানসভা

2016 সালের মতোই ফের একবার বিধানসভার পিএসির চেয়ারম্যান পদ নিয়ে টানাপোড়েনের আশঙ্কা ৷ শাসকদলের বিধায়ককেই দেওয়া হতে পারে দায়িত্ব ৷ শুরু জল্পনা ৷

controversy over speculation of PAC chairman post of west bengal assembly
পিএসি-র চেয়ারম্যান পদে শাসকদলের বিধায়ক ? শুরু জল্পনা
author img

By

Published : Jun 10, 2021, 4:43 PM IST

Updated : Jun 10, 2021, 4:53 PM IST

কলকাতা, 10 জুন : 2016 সালে যেমন পাবলিক অ্য়াকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন শাসক ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন চলেছিল, এবারও একই চিত্র দেখা যেতে পারে ৷ অন্তত রাজ্য বিধানসভা সূত্রে তেমনই খবর সামনে আসছে ৷

বিরোধী দল বিজেপির অন্দরে ইতিমধ্যেই পাবলিক অ্য়াকাউন্টস কমিটির দায়িত্ব কাকে দেওয়া হবে, তাই নিয়ে ঝাড়াই-বাছাই শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই সেই দৌড়ে রয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি এবং রানাঘাট উত্তরের বিধায়ক মুকুল রায় ৷

এর মধ্যেই বিধানসভা সূত্রে জানা গিয়েছে, শাসকদলের তরফ থেকে বিরোধীদের প্রতিনিধিত্ব ছাড়াই পাবলিক অ্য়াকাউন্টস কমিটি তৈরির কথা ভাবা হচ্ছে ৷ যদিও এই বিষয় নিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে সরাসরি স্পিকারের উপর ছেড়ে দিয়েছেন। বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

মুশকিলটা হল, এত দিন পর্যন্ত এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ সাধারণত বিরোধী দলকেই ছাড়া হয়ে এসেছে ৷ সংসদ এবং বিধানসভা, দুই ক্ষেত্রেই এটাই রীতি ৷ কিন্তু এই বিষয়ে কোনও লিখিত নির্দেশ নেই যে এই পদ বিরোধীদেরই দিতে হবে। আর এই নিয়মের ফাঁক গলেই এবার বিরোধীদের জন্য এই কমিটির চেয়ারম্যান পদ নাও ছাড়া হতে পারে ৷

বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রীতি অনুযায়ী এই পথ বিরোধীদের ছাড়া হয় ৷ 2016 সালে বাম কংগ্রেস মিলিতভাবে এই পদের জন্য সুজন চক্রবর্তীর নাম মনোনীত করেছিল ৷ কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে চেয়ারম্যান পদ না দিয়ে মানস ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে বেছে নেন। তারপর কী হয়েছিল, তা সকলেরই জানা ৷ তৃণমূল সরকার কোনও রীতিনীতির ধার ধারে না। ফলে এই ঘটনার পুনরাবৃত্তি আবার হলে সত্যিই কিছু বলার থাকবে না ৷

আরও পড়ুন : বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা

প্রসঙ্গত, 2016 সালের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে পিএসির চেয়ারম্যান পদটি দিয়েছিলেন ৷ যদিও বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেস জোটের পক্ষ ওই পদের জন্য তৎকালীন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব করা হয়েছিল। বিরোধীদের সেই প্রস্তাব না মেনে স্পিকার পিএসি-র চেয়ারম্যান করেন মানসকে ৷

ঘটনাচক্রে, মানসও তখন বিরোধী শিবিরেরই বিধায়ক ছিলেন। কিন্তু এবার বিরোধী বিজেপি-র কোনও বিধায়ক নন, পদটি পেতে পারেন শাসকদলের কোনও বিধায়কই ৷ বিধানসভার একটি সূত্রের দাবি, স্পিকার নিজের বিবেচনা প্রয়োগ করে শাসকদলের কোনও প্রতিনিধিকে পিএসির চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে পারেন ৷ বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা এই প্রসঙ্গে জানিয়েছেন, তেমন হলে যথাসময়ে যা সিদ্ধান্ত নেওয়ার বিরোধী দলনেতাই নেবেন ৷

কলকাতা, 10 জুন : 2016 সালে যেমন পাবলিক অ্য়াকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন শাসক ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন চলেছিল, এবারও একই চিত্র দেখা যেতে পারে ৷ অন্তত রাজ্য বিধানসভা সূত্রে তেমনই খবর সামনে আসছে ৷

বিরোধী দল বিজেপির অন্দরে ইতিমধ্যেই পাবলিক অ্য়াকাউন্টস কমিটির দায়িত্ব কাকে দেওয়া হবে, তাই নিয়ে ঝাড়াই-বাছাই শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই সেই দৌড়ে রয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি এবং রানাঘাট উত্তরের বিধায়ক মুকুল রায় ৷

এর মধ্যেই বিধানসভা সূত্রে জানা গিয়েছে, শাসকদলের তরফ থেকে বিরোধীদের প্রতিনিধিত্ব ছাড়াই পাবলিক অ্য়াকাউন্টস কমিটি তৈরির কথা ভাবা হচ্ছে ৷ যদিও এই বিষয় নিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে সরাসরি স্পিকারের উপর ছেড়ে দিয়েছেন। বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

মুশকিলটা হল, এত দিন পর্যন্ত এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ সাধারণত বিরোধী দলকেই ছাড়া হয়ে এসেছে ৷ সংসদ এবং বিধানসভা, দুই ক্ষেত্রেই এটাই রীতি ৷ কিন্তু এই বিষয়ে কোনও লিখিত নির্দেশ নেই যে এই পদ বিরোধীদেরই দিতে হবে। আর এই নিয়মের ফাঁক গলেই এবার বিরোধীদের জন্য এই কমিটির চেয়ারম্যান পদ নাও ছাড়া হতে পারে ৷

বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রীতি অনুযায়ী এই পথ বিরোধীদের ছাড়া হয় ৷ 2016 সালে বাম কংগ্রেস মিলিতভাবে এই পদের জন্য সুজন চক্রবর্তীর নাম মনোনীত করেছিল ৷ কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে চেয়ারম্যান পদ না দিয়ে মানস ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে বেছে নেন। তারপর কী হয়েছিল, তা সকলেরই জানা ৷ তৃণমূল সরকার কোনও রীতিনীতির ধার ধারে না। ফলে এই ঘটনার পুনরাবৃত্তি আবার হলে সত্যিই কিছু বলার থাকবে না ৷

আরও পড়ুন : বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা

প্রসঙ্গত, 2016 সালের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে পিএসির চেয়ারম্যান পদটি দিয়েছিলেন ৷ যদিও বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেস জোটের পক্ষ ওই পদের জন্য তৎকালীন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব করা হয়েছিল। বিরোধীদের সেই প্রস্তাব না মেনে স্পিকার পিএসি-র চেয়ারম্যান করেন মানসকে ৷

ঘটনাচক্রে, মানসও তখন বিরোধী শিবিরেরই বিধায়ক ছিলেন। কিন্তু এবার বিরোধী বিজেপি-র কোনও বিধায়ক নন, পদটি পেতে পারেন শাসকদলের কোনও বিধায়কই ৷ বিধানসভার একটি সূত্রের দাবি, স্পিকার নিজের বিবেচনা প্রয়োগ করে শাসকদলের কোনও প্রতিনিধিকে পিএসির চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে পারেন ৷ বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা এই প্রসঙ্গে জানিয়েছেন, তেমন হলে যথাসময়ে যা সিদ্ধান্ত নেওয়ার বিরোধী দলনেতাই নেবেন ৷

Last Updated : Jun 10, 2021, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.