কলকাতা, 1 নভেম্বর : রাজ্য়ে লোকাল ট্রেন চালু করতে এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ চিঠিতে তিনি জানিয়েছেন, লকডাউনের পর থেকেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা ৷ যার জেরে সাধারণ মানুষ যাঁদের বেশিরভাগের যাতায়াতের মাধ্য়ম এই লোকাল ট্রেন, তাঁরা এই আনলক পর্যায়ে ভীষণভাবে কষ্টে রয়েছেন ৷ এমনকী হাওড়া স্টেশনে নিত্য়যাত্রীদের উপর RPF-র লাঠিচার্জের বিষয়টিও তিনি তুলে ধরেছেন তাঁর চিঠিতে ৷ প্রসঙ্গত, শনিবার হাওড়া স্টেশনে রেলের স্টাফদের জন্য় চলা স্পেশাল ট্রেনে যাত্রীদের ওঠা নিয়ে বিস্তর গন্ডগোল শুরু হয় ৷ যাত্রীরা জোর করে স্টাফ স্পেশালে উঠতে গেলে তাঁদের উপর লাঠিচার্জ করে RPF ৷ সেই ঘটনার পরেই রাজ্য়ে কোভিডের নিয়ম মেনে ট্রেন চালানোর জন্য় রাজ্য় ও কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা ৷ সেই ইশুতেই আজ রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে এই চিঠি দেন অধীর ৷ যেখানে রেলের বাহিনীর সাধারণ মানুষের উপর লাঠি চালানোর বিষয়ে ক্ষোভপ্রকাশ করেন ৷
চিঠিতে অধীর রঞ্জন চৌধুরি লেখেন, কোরোনার আনলক পর্বে সবধরনের পরিবহনে যখন ছাড়পত্র দেওয়া হয়েছে, তখন লোকাল ট্রেন কেন বাদ যাবে? সেই দাবিতেই তাঁর আর্জি, কোরোনাবিধি মেনেই রাজ্যের জেলার মানুষকে কর্মস্থানে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য় লোকাল ট্রেন পরিষেবা শুরু করুক রেল ৷ এর জন্য় রাজ্য় সরকারে নির্দেশ দিতেও তিনি আর্জি জানান ৷ প্রসঙ্গত, কলকাতায় মেট্রো পরিষেবা চালুর বিষয়টিও তিনি তুলে ধরেন ৷ তিনি জানান, মেট্রো পরিষেবা শুরু হওয়ায় বিরাট একটি অংশের মানুষের কর্মক্ষেত্রে যাতায়াতে সুবিধা হয়েছে ৷
প্রসঙ্গত, শনিবার হাওড়া স্টেশনে স্টাফ স্পেশালে জোর করে সাধারণ মানুষ উঠতে গেলে তাঁদের উপর লাঠি চার্জ করে RPF ৷ এই ঘটনার পর রাতেই রেল বোর্ডকে চিঠি দিয়ে রাজ্য়ে লোকাল ট্রেন চালানোর আর্জি জানায় রাজ্য় সরকার ৷ নবান্ন সূত্রে খবর, এনিয়ে রাজ্য়ের তরফে বলা হয়েছে, মেট্রো রেলের মতো লোকাল ট্রেনেও নিয়মবিধি চালু করে সকালে এবং বিকেলে যদি কিছু লোকাল ট্রেন চালানো যায় সেই আর্জি জানানো হয়েছে ৷ সে বিষয়ে নবান্নের তরফে চিঠি পেয়েই সোমবার রাজ্য়ের সঙ্গে আলোচনায় বসছেন রেলবোর্ডের আধিকারিকরা ৷ সোমবার বিকেলে নবান্নে বৈঠকের জন্য় যাবেন তাঁরা ৷ সেই বৈঠকে রাজ্য়ের মুখ্য়সচিব এবং স্বরাষ্ট্রসচিব উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ সেই বৈঠকেই রাজ্য়ের তরফে কীভাবে কোরোনাবিধি মেনে ট্রেন চালানো যায়, তা নিয়ে প্রস্তাব দেওয়া হবে ৷ রেলের তরফেও সামাজিক দূরত্ববিধি মেনে কীভাবে ট্রেন চালানো সম্ভব তার একটি রূপরেখা রাজ্য়ের কাছে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷
তবে, রেলের তরফে লোকাল ট্রেন চালানোর বিষয়ে আগেই রাজ্য়কে চিঠি দিয়েছিল রেলবোর্ড ৷ সেই চিঠিতে রাজ্য় সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা চেয়েছিলেন রেলের আধিকারিকরা ৷ নবান্ন সূত্রে খবর, পুজোর আগে হঠাৎ করে ট্রেন চালাতে চায়নি রাজ্য় প্রশাসন ৷ এতে কোরোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ার আশঙ্কা করেছিলেন রাজ্য়ের আধিকারিকরা ৷ পুজো শেষ হতেই তাই রাজ্য় সরকার নিজে থেকে এবার উদ্য়োগী হয়েছে ট্রেন চালানোর বিষয়ে ৷ রেলের তরফে ইতিমধ্য়ে ট্রেন চালানো নিয়ে বেশকিছু ব্য়বস্থা করা হয়েছে ৷ যেমন বিভিন্ন স্টেশনে সামাজিক দূরত্ববিধি মেনে সাদা দাগ টেনে দেওয়া হয়েছে যাত্রীদের অপেক্ষার জন্য় ৷ এমনকী টিকিট কাউন্টারের লাইনের জন্য়ও তেমনি ব্য়বস্থা নেওয়া হয়েছে ৷ এবার দেখার সোমবার রাজ্য় সরকার ও রেলবোর্ডের বৈঠকে লোকাল ট্রেন চালানো নিয়ে কী সমাধান সূত্র বের হয় ৷ তার উপরেই নির্ভর করছে রাজ্য়ের আম জনতার নিত্য়দিনের এই ভোগান্তি কমবে কি না ৷