ETV Bharat / city

পাড়ার কমিউনিটি হল হবে সেফ হোম, করোনা সংকটে সিদ্ধান্ত রাজ্যের

বঙ্গে করোনা সংকট মোকাবিলায় তত্পর রাজ্য সরকার ৷ বিভিন্ন পাড়ার কমিউনিটি হলকে সেফ হোম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

community halls to be transferred as safety home in bengal amid covid surge
পাড়ার কমিউনিটি হল হবে সেফটি হোম, করোনা সংকটে সিদ্ধান্ত রাজ্যের
author img

By

Published : May 4, 2021, 11:11 AM IST

Updated : May 4, 2021, 12:02 PM IST

কলকাতা, 4 মে: বাংলায় ক্রমে চিন্তা বাড়াচ্ছে করোনা পরিস্থিতি ৷ এই অবস্থায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । পাড়ায় পাড়ায় থাকা কমিউনিটি হলগুলিকে এ বার সেফ হোমে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সাম্প্রতিক সময়ে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে কোনও সরকারি পরিকাঠামোয় পর্যাপ্ত নয় । তবে নতুন সরকার ক্ষমতায় এসে করোনা মোকাবিলাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে । কাজেই মানুষের এই গভীর সংকটে ক্লাব এবং পাড়ার কমিউনিটি হলের পরিকাঠামোকে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার ।

করোনায় যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁরা এখন বাড়িতেই থাকছেন । এই অবস্থায় যদি কারও শ্বাসকষ্ট শুরু হয় বা অবস্থার অবনতি হয়, সে ক্ষেত্রে এই সেফ হোমে রেখে তাঁদের চিকিৎসা করা হবে । সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, এলাকার চিকিৎসকদের দিয়ে একটা টিম তৈরি করে এই সেফ হোমগুলি নজরদারির কাজ করানো । পাশাপাশি এখানে অক্সিজেনের ব্যবস্থাও রাখা হচ্ছে । তবে যদি দেখা যায় রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক, সে ক্ষেত্রে তাঁকে হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন: আজও রাজ্যে আক্রান্ত 17 হাজারের বেশি, তবে বাড়ছে সুস্থতার হার

অসুস্থ হওয়া রোগী যদি বাড়ির পাশের কমিউনিটি হলে থাকেন, তাহলে পরিবারের লোকেরাও তাঁদের খবর পাবেন । স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, আপাতত দুই 24 পরগনা, হুগলি, হাওড়া ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেখানে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে, সেখানে এই ব্যবস্থা থাকছে । রাজ্য সরকারের তরফে খবর, এই মুহূর্তে রাজ্যে 200টি সেফহোম থাকলেও প্রত্যন্ত এলাকাগুলিতে এ ধরনের পরিকাঠামো খুব জরুরি । আর তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।

কলকাতা, 4 মে: বাংলায় ক্রমে চিন্তা বাড়াচ্ছে করোনা পরিস্থিতি ৷ এই অবস্থায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । পাড়ায় পাড়ায় থাকা কমিউনিটি হলগুলিকে এ বার সেফ হোমে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সাম্প্রতিক সময়ে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে কোনও সরকারি পরিকাঠামোয় পর্যাপ্ত নয় । তবে নতুন সরকার ক্ষমতায় এসে করোনা মোকাবিলাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে । কাজেই মানুষের এই গভীর সংকটে ক্লাব এবং পাড়ার কমিউনিটি হলের পরিকাঠামোকে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার ।

করোনায় যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁরা এখন বাড়িতেই থাকছেন । এই অবস্থায় যদি কারও শ্বাসকষ্ট শুরু হয় বা অবস্থার অবনতি হয়, সে ক্ষেত্রে এই সেফ হোমে রেখে তাঁদের চিকিৎসা করা হবে । সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, এলাকার চিকিৎসকদের দিয়ে একটা টিম তৈরি করে এই সেফ হোমগুলি নজরদারির কাজ করানো । পাশাপাশি এখানে অক্সিজেনের ব্যবস্থাও রাখা হচ্ছে । তবে যদি দেখা যায় রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক, সে ক্ষেত্রে তাঁকে হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন: আজও রাজ্যে আক্রান্ত 17 হাজারের বেশি, তবে বাড়ছে সুস্থতার হার

অসুস্থ হওয়া রোগী যদি বাড়ির পাশের কমিউনিটি হলে থাকেন, তাহলে পরিবারের লোকেরাও তাঁদের খবর পাবেন । স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, আপাতত দুই 24 পরগনা, হুগলি, হাওড়া ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেখানে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে, সেখানে এই ব্যবস্থা থাকছে । রাজ্য সরকারের তরফে খবর, এই মুহূর্তে রাজ্যে 200টি সেফহোম থাকলেও প্রত্যন্ত এলাকাগুলিতে এ ধরনের পরিকাঠামো খুব জরুরি । আর তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।

Last Updated : May 4, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.