কলকাতা, 25 জানুয়ারি : কলকাতার ট্রামরুটগুলি সম্পর্কে যাত্রীদের সড়গড় করতে খুব দ্রুত আসতে চলেছে রঙিন ট্রামরুট ম্যাপ। ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডব্লিউবিটিসি) উদ্যোগে এই মানচিত্রটি প্রকাশ করা হবে৷
লন্ডনের টিউব রেল ও কানাডার ট্রামরুটের ক্ষেত্রেও এই ধরনের রঙিন মানচিত্র ব্যবহার করা হয়।
সূত্রের খবর, আলাদা আলাদা রুট চেনাতে কলকাতার ট্রামরুট মানচিত্রে আলাদা আলাদা রং ব্যবহার করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য বাংলা ও ইংরেজি, এই দুই ভাষাতেই মানচিত্রের সংশ্লিষ্ট জায়গাগুলি চিহ্নিত করা থাকবে। দুর্গাপুরের এক বাসিন্দা, ট্রামপ্রেমী সাত্ত্বিক সরকার এই মানচিত্রটির নকশা তৈরি করেছেন৷ আগামী দিনে প্রত্য়েক ট্রামেই এই মানচিত্রটি লাগানো থাকবে। তাছাড়াও, ডব্লিউবিটিসি-এর ওয়েবসাইটে, অ্য়াপ ও প্রতিটি ট্রামডিপোয় এই মানচিত্র পাওয়া যাবে।
গোলাপি রেখা: এই রংটি রুট নম্বর 24/29-কে চিহ্নিত করে। এই রুটটি টালিগঞ্জ থেকে বালিগঞ্জ জংশন পর্যন্ত বিস্তৃত৷ টালিগঞ্জ ক্লাব, ভবানী সিনেমা, টালিগঞ্জ স্টেশন, লেক মার্কেট, দেশপ্রিয় পার্ক, হিন্দুস্থান পার্ক, হয়ে গড়িয়াহাটের পাশ দিয়ে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত পৌঁছবে৷
হলুদ রেখা: এই রংটি 25 নম্বর রুটকে চিহ্নিত করে। এই রুটটি গরিয়াহাট থেকে শুরু করে এসপ্ল্যানেড পর্যন্ত গিয়েছে। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে শুরু করে আইস স্কেটিং রিঙ্ক, কোয়েস্ট মল, নোনাপুকুর, রিপন স্ট্রিট, মুসলিম ইনস্টিটিউট, ওয়েলিংটন ক্রসিং, চাদনিচক হয়ে এসপ্ল্যানেডে শেষ হচ্ছে।
লাল রেখা: এটি রুট নম্বর 05। এই রুটটি এসপ্ল্যানেড থেকে শুরু হয়ে বউবাজার, কলকাতা বিশ্বিবিদ্য়ালয়, কলেজ স্ট্রিট, হাতিবাগান হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হচ্ছে।
বেগুনি রেখা: এই রুটটি মধ্য কলকাতা দিয়ে যাতায়াত করে।
সবুজ রেখা: এটি 11 নম্বর রুট। এই রুটটি হাওড়া ব্রিজ, চিৎপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিদ্যাসাগর কলেজ, স্কটিশ কলেজ, হাতিবাগান হয়ে শ্যামবাজারে এসে শেষ হয়। এই অংশে বেগুনি ও লাল রেখার কিছু অংশও পড়ছে৷
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ, খুলবে 26 তারিখ
নীল রেখা: এটি হল রুট নম্বর 36। আমফানের জেরে এই রুটটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আপাতত রুটটি বন্ধ রয়েছে। তবে এবার রুটটি খুলে গেলে এর মধ্যে পড়বে এসপ্ল্যানেড, ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, রেসকোর্স, ফ্যান্সি মার্কেট এবং খিদিরপুর।