কলকাতা, 2 নভেম্বর : ডিসেম্বর মাস থেকেই খুলবে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় । আজ একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তবে কবে থেকে ক্লাস শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি । সম্পূর্ণ COVID বিধিকে মান্যতা দিয়েই কলেজ-বিশ্ববিদ্যালয়ে হাজির থাকতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ।
কোরোনার জেরে প্রায় আট মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । বিভিন্ন স্কুলে চলছে অনলাইন ক্লাস । এমনকী অনলাইনে পরীক্ষাও হয়েছে স্কুল-কলেজের । আনলক পর্বে একে একে রাজ্যের সমস্ত ক্ষেত্র চালু হয়ে যাচ্ছে । বর্তমানে প্রায় সচল রাজ্য । এমতাবস্থায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর । সেইমতো আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কথা জানান ।
এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "কবে থেকে এবং কীভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে তা নিয়ে কালীপুজোর পরেই একটি বৈঠক হবে । সেই বৈঠকে আলোচনা হবে । এই আলোচনার যাবতীয় তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে । এর পরেই কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ।"
অন্যদিকে, COVID বিধিকে মান্যতা দিয়েই কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার কথা বলেন শিক্ষামন্ত্রী । তিনি জানান, মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার বাধ্যতামূলক হবে । প্রত্যেককে বিধি মেনে চলতে হবে । প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার আগে কক্ষগুলি জীবাণুমুক্ত করতে হবে । ক্লাস চলার মাঝেও ভালোভাবে করতে হবে স্যানিটাইজ় ।