কলকাতা, 23 জুন: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি (ED to interrogate Rujira Banerjee)। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ অভিষেকের স্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সেই মতোই আজ সকালে সন্তানকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক-পত্নী ৷
কিছুদিন আগেই কলকাতার হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরার সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা (CGO Complex)। কয়লা পাচার কাণ্ডের টাকা কোন খাতে জমা হয়েছিল, সেই সব বিস্তারিত তথ্য জানার জন্য সিবিআই আধিকারিকরা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন । দিল্লি থেকে ইডির একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় পা রেখেছে ৷ তারাই রুজিরাকে আজ জিজ্ঞাসাবাদ করছে ।
সুপ্রিম কোর্টের নির্দেশে এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে । সুপ্রিম কোর্ট বলেছিল, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আগে সংশ্লিষ্ট এলাকার নগরপাল এবং উচ্চপদস্থ আধিকারিকদের জানাতে হবে । ইডি সূত্রে খবর, গতকালই রাজ্যের মুখ্যসচিব এবং বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে ইডি-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, তারা আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে ।
আরও পড়ুন: Rujira Banerjee : কয়লা পাচার মামলায় কবে হাজিরা দিতে পারবেন ? জবাব চেয়ে অভিষেক-জায়াকে নোটিশ ইডি'র
কয়লা পাচারের টাকা কোন কোন প্রভাবশালীর ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল ? আগেও তিনি এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে কোনও রকম ভাবে যুক্ত ছিলেন কি না, সেই সমস্ত কিছু পরিষ্কার করার জন্যই আজ রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা ।