কলকাতা, 8 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে তিনি যে আত্মপ্রত্যয়ী, শরীরী ভাষায় সেকথা আরও একবার বুঝিয়ে দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ বর্তমান সরকারের শেষ বিধানসভা অধিবেশনের ফোটোসেশনে ডানহাত তুলে ভিকট্রি সাইন দেখালেন তিনি৷ ছবি তুললেন বিধানসভার কর্মীদের সঙ্গেও৷ নিজে মুখে জানালেন, আসন্ন ভোটে জেতার বিষয়ে তিনি একেবারেই নিশ্চিত৷
এদিন ফোটোসেশনের সময় বিধানসভার কর্মীরা মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‘দিদি আপনাকে আজ খুব আত্মপ্রত্যয়ী লাগছে।’’ জবাবে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ‘‘আমি চিরকালই আত্মপ্রত্যয়ী।’’
ফোটোসেশনের পর বিধানসভার লবিতেও মুখ্যমন্ত্রীর গলায় সরকারে ফেরার কথা শোনা যায়৷ এমনকী, অধিবেশন কক্ষে বাজেট ভাষণের শেষেও তিনি জানান, বিধানসভা ভোটের পর রাজ্য়ের সরকার গড়বে তাঁর দলই৷
আরও পড়ুন: ফের তৃণমূলে আসছেন দলত্যাগী দুই বিধায়ক ?
অন্যদিকে, এদিনের ফোটোসেশন বয়কট করে বামফ্রন্ট এবং কংগ্রেস। তাদের যুক্তি, যে সরকার গণতন্ত্রকে খুন করেছে, তাদের সঙ্গে এক ফ্রেমে বন্দী হতে চায় না তারা৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "বিধানসভা কোনও দলের নয়। মুখ্যমন্ত্রী এভাবে বিধানসভায় ভিকট্রি সাইন দেখাতে পারেন না। তবে মুখ্যমন্ত্রী জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। এটা খুব স্বাভাবিকও৷ কারণ, কোনও রাজনৈতিক দলই পরাজয়ের কথা স্বীকার করে না।"
রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, ‘‘এর আগে লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন বিয়াল্লিশে 42 পাবে তৃণমূল কংগ্রেস৷ সেই ভবিষ্যৎবাণী কিন্তু মেলেনি৷’’