কলকাতা, 23 ফেব্রুয়ারি : আমতায় ছাত্রনেতা আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দু‘জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ বুধবার নবান্নে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (cm mamata says two police officials arrest in anish khan death case) ৷
এদিন শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেখানে হাজির ছিলেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ৷ সেখানেই তিনি আনিশ-কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী ৷ শুরুতে তিনি বলেন, ‘‘মানুষের সঙ্গে কোনও অমানবিক কাজ করব না ৷ কোনও দুঃসহ অপশাসনের কাজ বরদাস্ত করব না ৷’’
এর পরই তিনি আরও বলেন, ‘‘আমতায় এখন তদন্ত সবে শুরু হয়েছে ৷ এখনও আমরা জানি না আসল ঘটনা কী ? সিটকে দ্বিতীয় ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি ৷ তা সত্ত্বেও অভিযোগের ভিত্তিতে পুলিশেরও দু’জন গ্রেফতার হয়েছে ৷’’
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই পুলিশ কর্মীরা অভিযুক্ত কি না সেটা জানার জন্য আইন আইনের পথে চলবে ৷ সরকার এই বিষয়ে নাক গলাবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশের নামে অভিযোগ, তাই অভিযুক্তরা যাতে প্রভাব ফেলতে না পারে, তার জন্য গ্রেফতার করা হয়েছে ৷
কিন্তু মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়া পুলিশ আধিকারিকদের নাম বলেননি ৷ পরে ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে ৷ দু‘জনেই আমতা থানায় কর্মরত ছিলেন ৷
অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রী এই ইস্যুতে আন্দোলনকারীদের তোপ দেগেছেন ৷ সিপিএম-বিজেপিকে একসূত্রে গেঁথে সমালোচনা করেছেন ৷ মানুষের অসুবিধা করে আন্দোলন উচিত নয় ৷ পাশাপাশি তিনি একাধিক মামলার উদাহরণ টেনে আনেন যেগুলিতে সিবিআই তদন্ত করছে ৷ সেই মামলাগুলিতে কি বিচার হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি ৷
আরও পড়ুন : Anish Khan Death Case : সিবিআই তদন্ত চাওয়ায় আনিশের দাদাকে প্রাণে মারার হুমকি