ETV Bharat / city

Health Infrastructure in Bengal : যোগ্যতা অনুসারে পদোন্নতি পাবেন নার্সরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

এবার যোগ্যতা অনুসারে নার্সদের পদোন্নতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার এসএসকেএমে (SSKM) বৈঠকের শেষে একথা ঘোষণা করলেন তিনি ৷ পাশাপাশি তিনি জানান, রাজারহাটে 10 একর জমি দিচ্ছে রাজ্য ৷ চিকিৎসক-নার্সরা সেখানে মিলিতভাবে আবাসন তৈরি করতে পারবেন ৷

চিকিৎসক-নার্সদের আবাসন তৈরির জন্য জমি দিচ্ছে রাজ্য
চিকিৎসক-নার্সদের আবাসন তৈরির জন্য জমি দিচ্ছে রাজ্য
author img

By

Published : Aug 26, 2021, 5:57 PM IST

Updated : Aug 26, 2021, 9:06 PM IST

কলকাতা, 26 অগস্ট : যোগ্যতা অনুসারে নার্সদের পদোন্নতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এখন থেকে অভিজ্ঞতা সম্পন্ন নার্সরা যোগ্যতা অনুসারে প্র্যাকটিশনার সিস্টার পদে পদোন্নতি পেতে পারবেন । দীর্ঘ অভিজ্ঞতার ফলে কিছু নার্স অনেক সময় চিকিৎসকদের সমান চিকিসৎসা পরিষেবা দেন । এরকম নার্সদের আমরা এখন থেকে প্র্যাকটিশনার সিস্টারের পদ দেব ৷" তাঁর মতে, অনেক সময় এই প্র্যাকটিশনার সিস্টাররা চিকিৎসকের অভাব পূরণ করতে পারতে পারেন ৷ তাতে মানুষ চিকিসৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন না । বৃহস্পতিবার এসএসকেএমে (SSKM) কয়েকটি হাসপাতালের সুপারকে নিয়ে বৈঠকের শেষে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই এসএসকেএম হাসপাতালেই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিয়মিত বৈঠকে করবেন বলে ঘোষণা করেছিলেন ৷ জানিয়েছিলেন, সেই বৈঠক করা হবে এসএসকেএম হাসপাতালেই । এদিন ছিল প্রথম সেই বৈঠক । পরবর্তী বৈঠক হবে 16 সেপ্টেম্বর । সেদিন পাঁচটি মেডিক্যাল কলেজকেই বৈঠকে ডাকবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

রাজ্যে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর সংখ্যা চোখে পড়ার মতো হারে বেড়েছে । পুজোর মুখে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে যাতে সাধারণ মানুষকে বিপদে পড়তে না হয় তার জন্য বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে ১৫ দিন অন্তর এসএসকেএমে স্বাস্থ্য দফতরকে নিয়ে তিনি বৈঠক করবেন ৷ সেই মতো এদিন বিকেল চারটে নাগাদ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিয়ে এসএসকেএমে পৌঁছান মুখ্যমন্ত্রী । এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এবং এসএসকেএমের অধিকর্তারা । বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

নার্সদের পদোন্নতি এবং রাজারহাটে জমি বরাদ্দ করার কথা ছাড়াও এদিন গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিকাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের বহু নার্স অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন । তাঁদের জীবনটাকেই হাসপাতালের সঙ্গে জুড়ে ফেলেছেন । তাঁদের সম্মান, দায়িত্ব বৃদ্ধি করতে এবং উৎসাহিত করতে নার্সদের ক্ষমতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বহু নার্স ভাল কাজ করছেন । তাঁদের প্র্যাকটিশনার নার্স পদে পদোন্নতি করা যেতে পারে ।"

সাধারণত রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় সিস্টারদের জন্য 'প্র্যাকটিশনার' পদটি একেবারে নতুন । এটা এতদিন চিকিৎসকদের জন্য ব্যবহৃত হত । নার্সরা সাধারণত 'ছোটখাটো' মেডিক্যাল সিদ্ধান্তও নিতে পারেন না । তাঁদের চিকিৎসকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় । প্র্যাকটিশনার নার্স হলে চিকিৎসা সংক্রান্ত বহু সিদ্ধান্ত সিস্টাররা নিজেরাই নিতে পারবেন বলে মনে করা হচ্ছে । স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এহেন ঘোষণায় খুশি নার্সমহল । রাজ্য বহুদিন ধরেই মহিলাদের পাশাপাশি পুরুষদেরও নার্স হিসাবে ব্যবহার করা হচ্ছে । এবার সেই ব্যবহার আরও বাড়ানোর হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন চিকিৎসকদের অভাব মেটাতে কোয়াক ডাক্তারদের ব্যবহারের কথা বলেন মমতা । কোয়াক ডাক্তাররা গ্রামে গ্রামে গিয়ে কাজ করতে পারেন । ওঁরা চিকিৎসক হিসাবে নয়, স্বাস্থ্য কেন্দ্রের প্রাথমিক কিছু নির্দেশিকা মেনে কাজ করবেন । জানালেন মমতা । বলেন, "গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোয় কোয়াক বা হাতুড়েদের কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কাজ করেছেন । আমরাও এনিয়ে কাজ করেছি । এবার তাঁদের প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের কাজে লাগানো হবে ।"

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, "এসএসকেএমকের জন্য এগারোতলা একটি হোস্টেল লি রোডে করা হচ্ছে । অন্য মেডিক্যাল কলেজের জন্যও একটি ‘জি প্লাস সিক্স’ হস্টেল তৈরি হবে ৷" এদিন রাজ্যের চিকিৎসক ও নার্সদের জন্য রাজারহাটে আবাসন তৈরির জন্য হিডকোকে 10 একর জমি দেওয়ার নির্দেশ দিলেন মমতা । চিকিৎসক ও নার্সদের আবাসনের জন্য এই 10 একর জমির খোঁজ করতে বলেছেন হিডকো চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে । ডাক্তার, নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য । নিজেরা মিলিতভাবে আবাসন বানিয়ে নিতে পারবেন তাঁরা ।

আরও পড়ুন : COVID Deaths : করোনাকালে অনাথ হওয়া নাবালকদের তথ্য সংগ্রহ নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের

কলকাতা, 26 অগস্ট : যোগ্যতা অনুসারে নার্সদের পদোন্নতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এখন থেকে অভিজ্ঞতা সম্পন্ন নার্সরা যোগ্যতা অনুসারে প্র্যাকটিশনার সিস্টার পদে পদোন্নতি পেতে পারবেন । দীর্ঘ অভিজ্ঞতার ফলে কিছু নার্স অনেক সময় চিকিৎসকদের সমান চিকিসৎসা পরিষেবা দেন । এরকম নার্সদের আমরা এখন থেকে প্র্যাকটিশনার সিস্টারের পদ দেব ৷" তাঁর মতে, অনেক সময় এই প্র্যাকটিশনার সিস্টাররা চিকিৎসকের অভাব পূরণ করতে পারতে পারেন ৷ তাতে মানুষ চিকিসৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন না । বৃহস্পতিবার এসএসকেএমে (SSKM) কয়েকটি হাসপাতালের সুপারকে নিয়ে বৈঠকের শেষে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই এসএসকেএম হাসপাতালেই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিয়মিত বৈঠকে করবেন বলে ঘোষণা করেছিলেন ৷ জানিয়েছিলেন, সেই বৈঠক করা হবে এসএসকেএম হাসপাতালেই । এদিন ছিল প্রথম সেই বৈঠক । পরবর্তী বৈঠক হবে 16 সেপ্টেম্বর । সেদিন পাঁচটি মেডিক্যাল কলেজকেই বৈঠকে ডাকবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

রাজ্যে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর সংখ্যা চোখে পড়ার মতো হারে বেড়েছে । পুজোর মুখে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে যাতে সাধারণ মানুষকে বিপদে পড়তে না হয় তার জন্য বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে ১৫ দিন অন্তর এসএসকেএমে স্বাস্থ্য দফতরকে নিয়ে তিনি বৈঠক করবেন ৷ সেই মতো এদিন বিকেল চারটে নাগাদ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিয়ে এসএসকেএমে পৌঁছান মুখ্যমন্ত্রী । এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এবং এসএসকেএমের অধিকর্তারা । বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

নার্সদের পদোন্নতি এবং রাজারহাটে জমি বরাদ্দ করার কথা ছাড়াও এদিন গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিকাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের বহু নার্স অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন । তাঁদের জীবনটাকেই হাসপাতালের সঙ্গে জুড়ে ফেলেছেন । তাঁদের সম্মান, দায়িত্ব বৃদ্ধি করতে এবং উৎসাহিত করতে নার্সদের ক্ষমতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বহু নার্স ভাল কাজ করছেন । তাঁদের প্র্যাকটিশনার নার্স পদে পদোন্নতি করা যেতে পারে ।"

সাধারণত রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় সিস্টারদের জন্য 'প্র্যাকটিশনার' পদটি একেবারে নতুন । এটা এতদিন চিকিৎসকদের জন্য ব্যবহৃত হত । নার্সরা সাধারণত 'ছোটখাটো' মেডিক্যাল সিদ্ধান্তও নিতে পারেন না । তাঁদের চিকিৎসকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় । প্র্যাকটিশনার নার্স হলে চিকিৎসা সংক্রান্ত বহু সিদ্ধান্ত সিস্টাররা নিজেরাই নিতে পারবেন বলে মনে করা হচ্ছে । স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এহেন ঘোষণায় খুশি নার্সমহল । রাজ্য বহুদিন ধরেই মহিলাদের পাশাপাশি পুরুষদেরও নার্স হিসাবে ব্যবহার করা হচ্ছে । এবার সেই ব্যবহার আরও বাড়ানোর হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন চিকিৎসকদের অভাব মেটাতে কোয়াক ডাক্তারদের ব্যবহারের কথা বলেন মমতা । কোয়াক ডাক্তাররা গ্রামে গ্রামে গিয়ে কাজ করতে পারেন । ওঁরা চিকিৎসক হিসাবে নয়, স্বাস্থ্য কেন্দ্রের প্রাথমিক কিছু নির্দেশিকা মেনে কাজ করবেন । জানালেন মমতা । বলেন, "গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোয় কোয়াক বা হাতুড়েদের কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কাজ করেছেন । আমরাও এনিয়ে কাজ করেছি । এবার তাঁদের প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের কাজে লাগানো হবে ।"

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, "এসএসকেএমকের জন্য এগারোতলা একটি হোস্টেল লি রোডে করা হচ্ছে । অন্য মেডিক্যাল কলেজের জন্যও একটি ‘জি প্লাস সিক্স’ হস্টেল তৈরি হবে ৷" এদিন রাজ্যের চিকিৎসক ও নার্সদের জন্য রাজারহাটে আবাসন তৈরির জন্য হিডকোকে 10 একর জমি দেওয়ার নির্দেশ দিলেন মমতা । চিকিৎসক ও নার্সদের আবাসনের জন্য এই 10 একর জমির খোঁজ করতে বলেছেন হিডকো চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে । ডাক্তার, নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য । নিজেরা মিলিতভাবে আবাসন বানিয়ে নিতে পারবেন তাঁরা ।

আরও পড়ুন : COVID Deaths : করোনাকালে অনাথ হওয়া নাবালকদের তথ্য সংগ্রহ নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের

Last Updated : Aug 26, 2021, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.