কলকাতা, 15 নভেম্বর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতালে এসে তিনি বলেন, "বিশেষত বাংলার আজ দুঃখের দিন । চলচ্চিত্র, নাট্য জগতের দুঃখের দিন । মানুষ চলে যায়, তাঁর ইতিহাস পড়ে থাকে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজ, তাঁর জীবন, সমাজের প্রতি তাঁর অবদান থেকে যাবে । তাঁর বিকল্প তিনি নিজেই ।"
এছাড়াও শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, "ফেলুদা 'আর নেই' । চির বিদায় জানাল 'অপু' । বিদায় সৌমিত্র দা । তিনি তাঁর জীবদ্দশায় কিংবদন্তি হয়ে আছেন । আন্তর্জাতিক, ভারতীয় এবং বাংলা সিনেমা এক কিংবদন্তী অভিনেতাকে হারাল । অপূরণীয় ক্ষতি । বাংলার চলচ্চিত্র জগৎ অনাথ হল আজ ।"
-
Feluda’ is no more. ‘Apu’ said goodbye. Farewell, Soumitra (Da) Chatterjee. He has been a legend in his lifetime. International, Indian and Bengali cinema has lost a giant. We will miss him dearly. The film world in Bengal has been orphaned 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Feluda’ is no more. ‘Apu’ said goodbye. Farewell, Soumitra (Da) Chatterjee. He has been a legend in his lifetime. International, Indian and Bengali cinema has lost a giant. We will miss him dearly. The film world in Bengal has been orphaned 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 15, 2020Feluda’ is no more. ‘Apu’ said goodbye. Farewell, Soumitra (Da) Chatterjee. He has been a legend in his lifetime. International, Indian and Bengali cinema has lost a giant. We will miss him dearly. The film world in Bengal has been orphaned 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 15, 2020
আর একটি টুইটারে তিনি লিখেছেন, "সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, সৌমিত্রদা লিজিওন অফ অনার, দাদাসাহেব ফালকে পুরস্কার, বঙ্গ বিভূষণ, পদ্মভূষণ এবং জাতীয় পুরষ্কারে সম্মানিত হন। বড় ক্ষতি হল । আমি শোকার্ত । তাঁর পরিবার, চলচ্চিত্রের সহকর্মী এবং বিশ্বজুড়ে তাঁর প্রশংসকদের প্রতি সমবেদনা জানাই ।"
দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ বেলা 12টা 15 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । বয়স হয়েছিল 85 বছর । কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । 6 অক্টোবর থেকে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে একটি লিখিত শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, "বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সকল মানুষের হয়ে আমি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 85 বছর । যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন । জগৎবরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের চোদ্দটি ছবি সহ তিনি দু'শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন । তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল অপুর সংসার, চারুলতা, অভিযান, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, গণদেবতা, ঝিন্দের বন্দী, তিন ভুবনের পারে, ক্ষুধিত পাষাণ, কোনি ইত্যাদি । বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায় একাধারে ছিলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা, পাশাপাশি অসামান্য বাচিক শিল্পী, কবি, লেখক, নাট্যকার এবং নাট্যনির্দেশক । পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 2012 সালে সারা জীবনের অবদানের জন্য চলচ্চিত্র পুরস্কার, 2015 সালে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (হল অফ ফেম) ও 2017 সালে 'বঙ্গবিভূষণ' সম্মানে ভূষিত করে । এছাড়াও তিনি তাঁর অসামান্য অভিনয়ের জন্য পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, BFJA অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সংগীত নাটক অ্যাকাডেমি টেগোর রত্ন অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন । ফ্রান্স সরকার শ্রী চট্টোপাধ্যায়কে 2018 সালে তাঁদের সর্বোচ্চ সম্মান- 'লিজিয়ন দ্য অনার'- এ ভূষিত করে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার বিশেষ শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল । আমাদের আমন্ত্রণে তিনি বঙ্গবিভূষণ পুরস্কার গ্রহণ করতে নজরুল মঞ্চে যেমন আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন, আবার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থেকেছেন । তাঁর সসম্মান ও মর্যাদাপূর্ণ, আন্তরিক ব্যবহারে তিনি সকল সময়ে আমাদের চিত্ত স্পর্শ করেছেন । তাঁর মৃত্যু বাংলার জনজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল । আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"