কলকাতা, 13 জুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আসতে হবে NRS হাসপাতালে । আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে । তাদের অভাব-অভিযোগ শুনতে হবে । নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে হবে। তা নাহলে আন্দোলন প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিল NRS-এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই মর্মে রাজ্যপালের দ্বারস্থ হন আন্দোলনকারী ছাত্ররা ।
মুখ্যমন্ত্রী আজ SSKM-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন । দ্রুত আন্দোলন তোলার হুঁশিয়ারিও দেন । এরপরই NRS-র আন্দোলনকারী চিকিৎসকদের পরিচালন সমিতির বৈঠক বসে । সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীকে NRS-এ এসে নিঃর্শতে ক্ষমা চাইতে হবে । হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করতে হবে ।