কলকাতা, 19 নভেম্বর: COVID-19 প্রতিরোধে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে আগামী 23 নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI)। ইতিমধ্যেই ITI-গুলির ডিরেক্টরের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে এই ধরনের সকল প্রতিষ্ঠানের প্রধানদের কাছে।
কলকাতার একটি ITI-এর ডিরেক্টর এ প্রসঙ্গে বলেন, "পড়ুয়াদের প্রাকটিকাল ট্রেনিং দিতে হয় ITI-গুলিকে। মার্চ মাসের তৃতীয় সপ্তাহে লকডাউন শুরু হওয়ার পর থেকে যা আমরা করতে পারছি না। আমরা পড়ুয়াদের ব্যাচে আসতে বলব। তাতে আমরা COVID-19-এর যাবতীয় প্রোটোকল এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাকটিকাল ক্লাসগুলো শুরু করতে পারি।"
বর্তমানে রাজ্যজুড়ে 130টি সরকারি এবং 240-এর মতো ITI রয়েছে। এই বছর লকডাউনের কারণে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা যা সাধারণত জুলাই, অগাস্ট মাসে হয়ে থাকে তা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে টেকনিকাল এডুকেশন ডিপার্টমেন্ট চায় আগামী বছর জানুয়ারি, ফেব্রুয়ারি মাসেই যাতে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়া যায়। দপ্তরের এক আধিকারিক বলেন, "যাতে পরীক্ষা নেওয়া যায় তার জন্য আমাদের 2 মাসের মধ্যে প্রাকটিকাল অধ্যায়গুলি করিয়ে ফেলতে হবে।"