ETV Bharat / city

Park Street Firing: সহকর্মীদের গুলি চালিয়েও 'নির্লিপ্ত' অক্ষয়

পুলিশের একটি সূত্রের দাবি,সহকর্মীকে হত্যার পর অক্ষয় যে অনুতপ্ত হয়েছেন তা তাঁর আচরণ থেকে বোঝা যায়নি । আজই তাঁকে আদালতে পেশ করা হবে (Park Street firing incident) ।

Park Street Firing
সহকর্মীদের গুলি চালিয়েও 'নির্লিপ্ত' অক্ষয়
author img

By

Published : Aug 7, 2022, 7:10 AM IST

Updated : Aug 7, 2022, 8:12 AM IST

কলকাতা, ৭ অগস্ট: ছুটি চাইছিলেন হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্র। কিন্তু ছুটি কিছুতেই পারছিলেন না। তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে শনিবার সকাল থেকেই বার বার মেজাজ হারাচ্ছিলেন অক্ষয় (Park Street firing incident)। একবার টেবিলের জলের বোতল ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন। শুধু তাই নয় শুক্রবার সারারাত রাগ করে কিছু খাননি । পাশাপাশি সারাদিন ধরে সহকর্মী জওয়ানদের উদ্দেশ্যে গালিগালাজ করেন (Police have learnt the accused CISF personal was misbehaving with his colleagues)। অক্ষয় ওড়িশার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, সম্প্রতি বাবাকে হারিয়েছেন তিনি। তারপর থেকেই তাঁর আচরণে নানা রকমের পরিবর্তন আসতে শুরু করে । সহকর্মীদের কাছেও এনিয়ে বেশ কিছু কথা বলেছিলেন।

জাদুঘরের গুলিকাণ্ডের তদন্ত শুরু করে প্রাথমিকভাবে এ ধরনের কিছু তথ্যই হাতে এসেছে পুলিশের । তবে অক্ষয় ব্যক্তিগত কারণে এই কাণ্ড ঘটিয়েছেন নাকি নিহত জওয়ান রঞ্জিত সারেঙ্গির সঙ্গে তাঁর কোন শত্রুতা ছিল কি না সেটাও জানা একান্ত জরুরি বলে মনে করেন তদন্তকারীরা । তাছাড়া পুলিশের একটি সূত্রের দাবি,অতর্কিতে সহকর্মীকে গুলি করে হত্যার পর অক্ষয় যে অনুতপ্ত হয়েছেন তা তাঁর আচরণ থেকে স্পষ্ট হয়নি ।

আরও পড়ুন: জাদুঘরে সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু সতীর্থের, জখম এক

অক্ষয়কে রবিবার আদালতে পেশ করা হবে। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইএসএফের আধিকারিকরাও কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন বলে লালবাজার সুত্রের খবর। অন্যদিকে গুলিকাণ্ডে সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুবীর ঘোষও গুরুতর আহত হন । তাঁর চিকিৎসা চলছে ।

কলকাতা, ৭ অগস্ট: ছুটি চাইছিলেন হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্র। কিন্তু ছুটি কিছুতেই পারছিলেন না। তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে শনিবার সকাল থেকেই বার বার মেজাজ হারাচ্ছিলেন অক্ষয় (Park Street firing incident)। একবার টেবিলের জলের বোতল ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন। শুধু তাই নয় শুক্রবার সারারাত রাগ করে কিছু খাননি । পাশাপাশি সারাদিন ধরে সহকর্মী জওয়ানদের উদ্দেশ্যে গালিগালাজ করেন (Police have learnt the accused CISF personal was misbehaving with his colleagues)। অক্ষয় ওড়িশার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, সম্প্রতি বাবাকে হারিয়েছেন তিনি। তারপর থেকেই তাঁর আচরণে নানা রকমের পরিবর্তন আসতে শুরু করে । সহকর্মীদের কাছেও এনিয়ে বেশ কিছু কথা বলেছিলেন।

জাদুঘরের গুলিকাণ্ডের তদন্ত শুরু করে প্রাথমিকভাবে এ ধরনের কিছু তথ্যই হাতে এসেছে পুলিশের । তবে অক্ষয় ব্যক্তিগত কারণে এই কাণ্ড ঘটিয়েছেন নাকি নিহত জওয়ান রঞ্জিত সারেঙ্গির সঙ্গে তাঁর কোন শত্রুতা ছিল কি না সেটাও জানা একান্ত জরুরি বলে মনে করেন তদন্তকারীরা । তাছাড়া পুলিশের একটি সূত্রের দাবি,অতর্কিতে সহকর্মীকে গুলি করে হত্যার পর অক্ষয় যে অনুতপ্ত হয়েছেন তা তাঁর আচরণ থেকে স্পষ্ট হয়নি ।

আরও পড়ুন: জাদুঘরে সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু সতীর্থের, জখম এক

অক্ষয়কে রবিবার আদালতে পেশ করা হবে। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইএসএফের আধিকারিকরাও কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন বলে লালবাজার সুত্রের খবর। অন্যদিকে গুলিকাণ্ডে সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুবীর ঘোষও গুরুতর আহত হন । তাঁর চিকিৎসা চলছে ।

Last Updated : Aug 7, 2022, 8:12 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.