ETV Bharat / city

রাজ্যের পড়ুয়াদের ঘরে ফেরাতে শিক্ষামন্ত্রীকে চিঠি ছাত্র পরিষদের

author img

By

Published : Apr 25, 2020, 1:11 AM IST

লকডাউনে রাজস্থানের কোটায় আটকে পড়া রাজ্যের পড়ুয়াদের ঘরে ফেরাতে শিক্ষমন্ত্রীকে চিঠি দিল রাজ্য ছাত্র পরিষদ।

chatra parishad write Letter to Education Minister
ছাত্র পরিষদ

কলকাতা, 24 এপ্রিল: রাজস্থানের কোটায় আটকে রয়েছে বাংলার আড়াই হাজার পড়ুয়া। তাদের রাজ্যে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিল রাজ্য ছাত্র পরিষদ। যত দ্রুত সম্ভব লকডাউনে আটকে পড়া পড়ুয়াদের এরাজ্যে ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

শ্রমিক, পর্যটক, চাকরিজীবী সহ রাজ্যের অনেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন লকডাউনের জেরে। পাশাপাশি অসংখ্য পড়ুয়া গত একমাস ধরে রাজস্থানের কোটায় আটকে রয়েছেন। স্বভাবতই লকডাউনের মেয়াদ যত বাড়ছে, তত নানারকম সমস্যায় পড়ছেন ওই পড়ুয়ারা। এদিকে, ইতিমধ্যে দেশের অন্য রাজ্যগুলির সরকার তাদের রাজ্যের পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে গিয়েছে। যদিও পশ্চিমবঙ্গ ও বিহার সরকার তাদের রাজ্যের ছাত্রছাত্রীদের এখনও ফিরিয়ে আনতে পারেনি। পশ্চিমবঙ্গ সরকার কিছুটা উদ্যোগ নিলেও সেই কাজ সম্পূর্ণ হয়নি। চিঠিতে গোটা বিষয়টি জানিয়ে রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

ইতিমধ্যে একই বিষয়ে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়েছিলেন। তাতে কাজও হয়েছিল। অধীর চৌধুরির আবেদনের পরই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরপর রাজস্থানের মুখ্যমন্ত্রী আটকে পড়া পড়ুয়াদের পশ্চিমবঙ্গের সীমানায় পৌঁছে দেওয়ার দায়িত্বও নেন। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ওই ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিক্রমে এরাজ্যে প্রবেশ করতে হবে। সে কথা মাথায় রেখেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিল রাজ্য ছাত্র পরিষদ।

এই বিষয়ে সৌরভ প্রসাদ বলেন, "শিক্ষামন্ত্রী দ্রুততার সঙ্গে কোটায় আটকে পড়া এরাজ্যের পড়ুয়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। মেধাবী ছাত্রছাত্রীরা খুব অসুবিধার মধ্যে রয়েছেন।"

কলকাতা, 24 এপ্রিল: রাজস্থানের কোটায় আটকে রয়েছে বাংলার আড়াই হাজার পড়ুয়া। তাদের রাজ্যে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিল রাজ্য ছাত্র পরিষদ। যত দ্রুত সম্ভব লকডাউনে আটকে পড়া পড়ুয়াদের এরাজ্যে ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

শ্রমিক, পর্যটক, চাকরিজীবী সহ রাজ্যের অনেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন লকডাউনের জেরে। পাশাপাশি অসংখ্য পড়ুয়া গত একমাস ধরে রাজস্থানের কোটায় আটকে রয়েছেন। স্বভাবতই লকডাউনের মেয়াদ যত বাড়ছে, তত নানারকম সমস্যায় পড়ছেন ওই পড়ুয়ারা। এদিকে, ইতিমধ্যে দেশের অন্য রাজ্যগুলির সরকার তাদের রাজ্যের পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে গিয়েছে। যদিও পশ্চিমবঙ্গ ও বিহার সরকার তাদের রাজ্যের ছাত্রছাত্রীদের এখনও ফিরিয়ে আনতে পারেনি। পশ্চিমবঙ্গ সরকার কিছুটা উদ্যোগ নিলেও সেই কাজ সম্পূর্ণ হয়নি। চিঠিতে গোটা বিষয়টি জানিয়ে রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

ইতিমধ্যে একই বিষয়ে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়েছিলেন। তাতে কাজও হয়েছিল। অধীর চৌধুরির আবেদনের পরই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরপর রাজস্থানের মুখ্যমন্ত্রী আটকে পড়া পড়ুয়াদের পশ্চিমবঙ্গের সীমানায় পৌঁছে দেওয়ার দায়িত্বও নেন। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ওই ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিক্রমে এরাজ্যে প্রবেশ করতে হবে। সে কথা মাথায় রেখেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিল রাজ্য ছাত্র পরিষদ।

এই বিষয়ে সৌরভ প্রসাদ বলেন, "শিক্ষামন্ত্রী দ্রুততার সঙ্গে কোটায় আটকে পড়া এরাজ্যের পড়ুয়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। মেধাবী ছাত্রছাত্রীরা খুব অসুবিধার মধ্যে রয়েছেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.