কলকাতা, 26 জুন : কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফি মকুবসহ একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ শিক্ষা দপ্তরে অভিযান করল রাজ্য ছাত্র পরিষদ ওমধ্য কলকাতা জেলা যুব কংগ্রেস। অনলাইনে ক্লাসের বিরোধিতা করে শিক্ষামন্ত্রীর কাছেডেপুটেশন দিয়েছে তারা। রাজ্যের প্রায় সিংহভাগ ছাত্র ছাত্রীর কাছে এখনও অনলাইনশিক্ষার পরিকাঠামো পৌঁছয়নি। এই অবস্থায় অনলাইন পদ্ধতির উপর সরকারি পক্ষপাতেরতীব্র নিন্দা করেছে ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস।
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাবাতিল করা সহ ন্যূনতম তিন মাসের স্কুল ফি মুকুব ও বিনা পরীক্ষায় সমস্ত কলেজছাত্রদের উত্তীর্ণ করার দাবিতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন ঘেরাও করা হয়।এই কথা বললেন ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ। প্রায় দু'ঘণ্টা বিকাশ ভবন অবরুদ্ধ হয়ে থাকে।ছাত্র পরিষদের সদস্যরা বিকাশ ভবনের প্রবেশদ্বারে অবস্থান-বিক্ষোভ করে। রাজ্য স্কুলএডুকেশন দপ্তরের কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় ছাত্র পরিষদ এবংমধ্য কলকাতা যুব কংগ্রেসের সদস্যরা।
সৌরভ প্রসাদ বলেন," কোরোনা ভাইরাসের ভয়ঙ্করসংক্রমণের সময়ে লকডাউনের মধ্যে কিভাবে পড়ুয়ারা পরীক্ষা দিতে আসবে তা নিয়ে আরওবেশি সতর্ক হওয়া উচিত শিক্ষামন্ত্রীর। রাজ্যের সমস্ত স্কুল, কলেজকে শিক্ষামন্ত্রী নির্দেশ দিন বর্ধিত ফি মুকুবকরার জন্য। অনলাইনের মাধ্যমে পঠন-পাঠন পদ্ধতির উপর জোর দেওয়া যাবে না।শিক্ষামন্ত্রী আমাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে রাজ্যজুড়ে ।"