ETV Bharat / city

ইকোপার্কে টিকিট সংক্রান্ত নিয়ম বদল - rule

নিউটাউনের ইকোপার্কের টিকিটে নতুন নিয়ম । টিকিটে থাকবে QR কোড ।

ইকোপার্কে QR কোড মেশিন
author img

By

Published : May 26, 2019, 12:06 PM IST

নিউটাউন, 26 মে : ইকোপার্কের টিকিটে এখন থেকে থাকবে QR কোড । নিউটাউনের ইকোপার্কে টিকিটের QR কোড পরীক্ষার জন্য বসেছে মেশিন । HIDCO সূত্রে জানা গেছে, পার্কের 3 নম্বর গেটের কাছে বসানো হয়েছে এই মেশিন । পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হবে মেশনটিকে । প্রজেক্ট সফল হলে অন্যান্য গেটেও মেশিন বসানো হবে ।

HIDCO কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে ভ্রমণার্থীদের ইকোপার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার 1 ঘণ্টার মধ্যেই পার্কের ভিতর প্রবেশ করতে হবে । টিকিটের QR কোড স্ক্যান করিয়ে পার্কে প্রবেশ করতে হবে ।

ইকোপার্কে ভ্রমণার্থীরা টিকিট কাটার পর তাঁদের একটি করে এন্ট্রি কার্ড দেওয়া হয় । অনেক ভ্রমণার্থী কার্ড নিয়েই বাড়ি চলে যান । তা ছাড়া কার্ড জমা দেওয়ার জন্যও অনেকটা সময় নষ্ট হয় । HIDCO কর্তৃপক্ষের তরফে বলা হয়, নতুন এই নিয়ম শুরু হলে টিকিট স্ক্যান করানোর পরেই তা ছিঁড়ে ফেলে দেওয়া হবে । এছাড়া যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের মোবাইলেও QR কোড দেওয়া হবে । ফলে এন্ট্রি গেটে আলাদা করে টিকিটের জন্য মানুষকে আর লাইন দিতে হবে না ।

নিউটাউন, 26 মে : ইকোপার্কের টিকিটে এখন থেকে থাকবে QR কোড । নিউটাউনের ইকোপার্কে টিকিটের QR কোড পরীক্ষার জন্য বসেছে মেশিন । HIDCO সূত্রে জানা গেছে, পার্কের 3 নম্বর গেটের কাছে বসানো হয়েছে এই মেশিন । পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হবে মেশনটিকে । প্রজেক্ট সফল হলে অন্যান্য গেটেও মেশিন বসানো হবে ।

HIDCO কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে ভ্রমণার্থীদের ইকোপার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার 1 ঘণ্টার মধ্যেই পার্কের ভিতর প্রবেশ করতে হবে । টিকিটের QR কোড স্ক্যান করিয়ে পার্কে প্রবেশ করতে হবে ।

ইকোপার্কে ভ্রমণার্থীরা টিকিট কাটার পর তাঁদের একটি করে এন্ট্রি কার্ড দেওয়া হয় । অনেক ভ্রমণার্থী কার্ড নিয়েই বাড়ি চলে যান । তা ছাড়া কার্ড জমা দেওয়ার জন্যও অনেকটা সময় নষ্ট হয় । HIDCO কর্তৃপক্ষের তরফে বলা হয়, নতুন এই নিয়ম শুরু হলে টিকিট স্ক্যান করানোর পরেই তা ছিঁড়ে ফেলে দেওয়া হবে । এছাড়া যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের মোবাইলেও QR কোড দেওয়া হবে । ফলে এন্ট্রি গেটে আলাদা করে টিকিটের জন্য মানুষকে আর লাইন দিতে হবে না ।

Intro:নিউটাউন, ২৬ মে: টিকিট বদল হচ্ছে ইকো পার্কে। এবার থেকে ইকো পার্কের টিকিটে থাকবে কিউ আর কোড। নিউটাউনের ইকোপার্কে এই নতুন টিকেট পরীক্ষার জন্য বসেছে নতুন টিকিট পরীক্ষা করার মেশিন। ইকোপার্কের ৩ নম্বর গেটের কাছেই ওই মেশিন বসানো হয়েছে বলে হিডকো সূত্রে জানা গেছে। পাইলট প্রজেক্ট হিসাবেই এই নতুন মেশিনকে ব্যবহার করা হচ্ছে। পরীক্ষা নিরিক্ষা সফল হলে এই ঘরণের মেশিন অন্য গেটেও বসানো হবে।


Body:এবার থেকে ইকোপার্কের টিকিট কাউন্টার থেকে একবার টিকিট কাটার পরে ১ ঘন্টার মধ্যেই ইকো পার্কে ঢুকতে হইবে ভ্রমনার্থীদের। এই মেশিন সেদিকেই খেয়াল রাখবে। ওই টিকিটের মধ্য থাকা কিউ আর কোড স্ক্যান করিয়ে ইকোপার্কে প্রবেশ করতে হবে। এরফলে মূলত ইকোপার্কের প্রবল ভিড়ের সময় বেশ খানিকটা সমস্যা লাঘব হবে দাবি হিডকো কর্তৃপক্ষের। তাদের দাবী ভ্রমনার্থীরা তাদের পরিবারের জন্য টিকিট কাটার পরে ইকোপার্কের তরফ থেক দেওয়া হয় একটি এন্ট্রি কার্ড। ওই এন্ট্রি কার্ড নিয়ে অনেক সময়েই বহু মানুষ বাড়ি চলে যান।


Conclusion:এই নতুন ব্যবস্থাপনাতে টিকিটের মধ্যেই কিউ আর কোড বসানো থাকার কারণে ভ্রমনার্থীরা টিকিট স্ক্যান করিয়ে নেওয়ার পরে তা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ফলে মানুষের কাছ থেকে কার্ড ফিরে পাওয়ার যেমন কোনও সমস্যা থাকছে না সেই রকমই কার্ড ফের একবার টিকিট কাউন্টারে ফেরৎ দেওয়ার জন্য অতিরিক্ত সময় ব্যয় হবে না। এছাড়াও যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের মোবাইলেই দেওয়া হবে এই কিউ আর কোড। ফলে এন্ট্রি গেটে আলাদা করে টিকিট নেওয়ার জন্য মানুষকে লাইন দিয়ে অপেক্ষা করতে হবে না। মোবাইলের কিউ আর কোড স্ক্যান করেই তারা ইকো পার্কে ঢুকতে পারবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.