কলকাতা, 8 মার্চ : অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee gets Finance Department in Mamata Govt) ৷ অমিত মিত্রর পর এই দফতর নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল ৷ এবার ওই দফতর স্বাধীনভাবে সামলাবেন তিনি ৷ মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) তাঁকে দায়িত্ব দেওয়ার বিজ্ঞপ্তিতে সই করেন ৷ পরে টুইট করে বিষয়টি জানান ৷
তৃণমূলের একটি সূত্রের দাবি, ইদানিং মুখ্যমন্ত্রীর সুনজরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই কারণেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল ৷ একই সঙ্গে ফিরহাদ হাকিমকে আবার পুর নগরোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হল ।
গত কয়েকদিন ধরেই নবান্নের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল শীঘ্রই মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই মতো রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল এবার থেকে স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর পাশাপাশি অর্থ দফতরের দায়িত্ব স্বাধীন প্রতিমন্ত্রী হিসেবে সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্যই ।
অন্যদিকে, কয়েক দিন ধরে চর্চায় ছিল পরিবহণ দফতর থেকে সরিয়ে শুধুমাত্র পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Kolkata Mayor Firhad Hakim) ৷ এদিন দেখা গেল পুরনো দায়িত্বের পাশাপাশি ফিরহাদ হাকিমকে পুর ও নগরোন্নয়ন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে । ফলে আরও একবার পুরনো দায়িত্বে ফিরতে চলেছেন ফিরহাদ ।
অন্যদিকে বাজেট অধিবেশনে মধ্যেই চন্দ্রিমাকে নতুন দায়িত্ব দেওয়া হল ৷ আগামী শুক্রবার তিনিই বিধানসভায় বাজেট পেশ করবেন ৷
আরও পড়ুন : Mamata-Dhankhar Meeting : রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, অধিবেশনের উত্তাপ নিয়ে জারি চাপানউতোর