ETV Bharat / city

জেলাস্তরে সাংগঠনিক অবস্থা কেমন ? রিপোর্ট কার্ড দেখল BJP কেন্দ্রীয় নেতৃত্ব - central BJP leadership

দিল্লিতে BJP-র বৈঠকে কলকাতা ও দক্ষিণ 24 পরগণা জেলাকে বিশেষ গুরুত্ব দিল কেন্দ্রীয় নেতৃত্ব ৷ বুথ স্তরের সমস্ত কমিটি 15 দিনের মধ্যে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

central BJP leadership
রিপোর্ট কার্ড ক্ষতিয়ে দেখলেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব
author img

By

Published : Jul 29, 2020, 3:10 AM IST

কলকাতা, 28 জুলাই : 2021 -এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য BJP-র সাংগঠনিক কাজের রিপোর্ট কার্ড খতিয়ে দেখল কেন্দ্রীয় নেতৃত্ব ।

আজ সকালে দিল্লিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে বিশেষ বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলা নেতৃত্বকে কড়া নির্দেশ দিয়েছে । বুথ স্তরের সমস্ত কমিটি 15 দিনের মধ্যে তৈরি করতে হবে । সেই সঙ্গে তৈরি করতে হবে মণ্ডল ও জেলা কমিটিও । নতুন কমিটিতে পুরোনো কার্যকর্তাদের বাদ দিলে হবে না । নতুন ও পুরোনো মিলিয়ে কমিটি তৈরি করতে হবে।

এবার থেকে বুথ স্তরে, মণ্ডল স্তরে ও জেলা স্তরে নতুন হোয়াটস অ্যাপ গ্রুপ করতে হবে। আর লকডাউনের সময় এই গ্রুরুপের মাধ্যমে সাংগঠনিক কাজকর্ম চালাতে হবে। নতুন করে প্রতিটি বুথেই সদস্য পদ অভিযান শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে । কারণ প্রতি বুথে সদস্য সংখ্যা বাড়াতে না পারলে তৃণমূলের সঙ্গে লড়াই করা অসম্ভব । দিল্লি সেই দিকে নজর দিতে বলেছে ।

BJP সূত্রের খবর, প্রতিটি বিধানসভা ধরে ধরে সাংগঠনিক কাজে নামার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । প্রতিটি বিধানসভা এলাকাগুলিতে স্থানীয় সমস্যা তুলে ধরতে হবে । সায়ন্তন বসু বলেন, "দিল্লিতে উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গের জেলা কলকাতা ও দক্ষিণ 24 পরগনার জেলার বিধানসভা অনুযায়ী সাংগঠনিক কাজ খতিয়ে দেখা হয় । সাংগঠনিক কাজে আর কী কী করতে হবে, সে বিষয়ে জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে"

কলকাতা, 28 জুলাই : 2021 -এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য BJP-র সাংগঠনিক কাজের রিপোর্ট কার্ড খতিয়ে দেখল কেন্দ্রীয় নেতৃত্ব ।

আজ সকালে দিল্লিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে বিশেষ বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলা নেতৃত্বকে কড়া নির্দেশ দিয়েছে । বুথ স্তরের সমস্ত কমিটি 15 দিনের মধ্যে তৈরি করতে হবে । সেই সঙ্গে তৈরি করতে হবে মণ্ডল ও জেলা কমিটিও । নতুন কমিটিতে পুরোনো কার্যকর্তাদের বাদ দিলে হবে না । নতুন ও পুরোনো মিলিয়ে কমিটি তৈরি করতে হবে।

এবার থেকে বুথ স্তরে, মণ্ডল স্তরে ও জেলা স্তরে নতুন হোয়াটস অ্যাপ গ্রুপ করতে হবে। আর লকডাউনের সময় এই গ্রুরুপের মাধ্যমে সাংগঠনিক কাজকর্ম চালাতে হবে। নতুন করে প্রতিটি বুথেই সদস্য পদ অভিযান শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে । কারণ প্রতি বুথে সদস্য সংখ্যা বাড়াতে না পারলে তৃণমূলের সঙ্গে লড়াই করা অসম্ভব । দিল্লি সেই দিকে নজর দিতে বলেছে ।

BJP সূত্রের খবর, প্রতিটি বিধানসভা ধরে ধরে সাংগঠনিক কাজে নামার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । প্রতিটি বিধানসভা এলাকাগুলিতে স্থানীয় সমস্যা তুলে ধরতে হবে । সায়ন্তন বসু বলেন, "দিল্লিতে উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গের জেলা কলকাতা ও দক্ষিণ 24 পরগনার জেলার বিধানসভা অনুযায়ী সাংগঠনিক কাজ খতিয়ে দেখা হয় । সাংগঠনিক কাজে আর কী কী করতে হবে, সে বিষয়ে জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.