ETV Bharat / city

চিটফান্ড তদন্তে দময়ন্তী সেনের বাড়িতে CBI - কলকাতা পুলিশের সিনিয়ার আইপিএস অফিসার দময়ন্তী সেন

চিটফান্ড কাণ্ডে এবার আরও দুই IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল CBI । তাঁরা হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) দময়ন্তী সেন এবং ডেপুটি কমিশনার ( পোর্ট) ওয়াকার রাজা । ইতিমধ্যেই ওয়াকার রাজা CBI কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন । আর পার্ক স্ট্রিটে দময়ন্তী সেনের বাড়িতে গিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে CBI সূত্রে খবর ।

zss
author img

By

Published : Nov 5, 2019, 10:07 PM IST

কলকাতা, 5 নভেম্বর : কলকাতা পুলিশের সিনিয়ার আইপিএস অফিসার দময়ন্তী সেনের বাড়িতে CBI। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রে খবর ।

চিটফান্ড কাণ্ডে এবার আরও দুই IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল CBI । তাঁরা হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) দময়ন্তী সেন এবং ডেপুটি কমিশনার ( পোর্ট) ওয়াকার রাজা । ইতিমধ্যেই ওয়াকার রাজা CBI কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন । আর পার্ক স্ট্রিটে দময়ন্তী সেনের বাড়িতে গিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে CBI সূত্রে খবর ।

দময়ন্তী সেনকে নিয়ে তেমন কোনও বিতর্ক নেই । পার্ক স্ট্রিট ধর্ষণের ঘটনার পর তাঁকে বদলি করে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ থেকে । সম্প্রতি কলকাতা পুলিশে ফেরত এসেছেন তিনি । CBI সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হচ্ছে মূলত একটি চিঠির বিষয় নিয়ে । তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত 2010 সালে চিটফান্ড নিয়ে চিঠি লেখেন দময়ন্তী সেনকে । সেই সময় তিনি কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ) ছিলেন । সেই চিঠি পাওয়ার পরেই দময়ন্তী SEBI কে চিঠি লেখেন । তখন SEBI-র তরফে রোজভ্যালিকে ব্যবসা বন্ধ করতে বলা হয় । কিন্তু আদালতে গিয়ে স্থগিতাদেশ পান রোজভ্যালি কর্তারা । সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করা হয় । CBI অফিসার সুরেন্দের মালির নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ হয় বলে জানা গেছে ।

অন্যদিকে বর্তমান ডিসি পোর্ট ওয়াকার রাজা সেই সময় ছিলেন CID-তে । তৎকালীন সময়ে কাস্টমস হাউসে তিন মাস অন্তর একটি সমন্বয় বৈঠক হত । SEBI, রেজিস্টার্স অব কোম্পানিজ, ED, কলকাতা পুলিশ, CID-র মতো সংস্থা থাকত ওই বৈঠকে । আলোচনা হত মূলত কর ফাঁকি, দুর্নীতি ইত্যাদি নিয়ে । সঙ্গে সবকটি এজেন্সির মধ্যে সমন্বয়ের বিষয়টি থাকত । এই মিটিংয়ে CID তরফে ওয়াকার রাজা । সেই বৈঠকে একবার চিটফান্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয় । কিন্তু কোন এজেন্সি নাকি তখন সেভাবে গুরুত্ব দেয়নি বিষয়টিতে । আর সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওয়াকার রাজাকে, সূত্রের খবর তেমনই ।

কলকাতা, 5 নভেম্বর : কলকাতা পুলিশের সিনিয়ার আইপিএস অফিসার দময়ন্তী সেনের বাড়িতে CBI। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রে খবর ।

চিটফান্ড কাণ্ডে এবার আরও দুই IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল CBI । তাঁরা হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) দময়ন্তী সেন এবং ডেপুটি কমিশনার ( পোর্ট) ওয়াকার রাজা । ইতিমধ্যেই ওয়াকার রাজা CBI কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন । আর পার্ক স্ট্রিটে দময়ন্তী সেনের বাড়িতে গিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে CBI সূত্রে খবর ।

দময়ন্তী সেনকে নিয়ে তেমন কোনও বিতর্ক নেই । পার্ক স্ট্রিট ধর্ষণের ঘটনার পর তাঁকে বদলি করে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ থেকে । সম্প্রতি কলকাতা পুলিশে ফেরত এসেছেন তিনি । CBI সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হচ্ছে মূলত একটি চিঠির বিষয় নিয়ে । তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত 2010 সালে চিটফান্ড নিয়ে চিঠি লেখেন দময়ন্তী সেনকে । সেই সময় তিনি কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ) ছিলেন । সেই চিঠি পাওয়ার পরেই দময়ন্তী SEBI কে চিঠি লেখেন । তখন SEBI-র তরফে রোজভ্যালিকে ব্যবসা বন্ধ করতে বলা হয় । কিন্তু আদালতে গিয়ে স্থগিতাদেশ পান রোজভ্যালি কর্তারা । সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করা হয় । CBI অফিসার সুরেন্দের মালির নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ হয় বলে জানা গেছে ।

অন্যদিকে বর্তমান ডিসি পোর্ট ওয়াকার রাজা সেই সময় ছিলেন CID-তে । তৎকালীন সময়ে কাস্টমস হাউসে তিন মাস অন্তর একটি সমন্বয় বৈঠক হত । SEBI, রেজিস্টার্স অব কোম্পানিজ, ED, কলকাতা পুলিশ, CID-র মতো সংস্থা থাকত ওই বৈঠকে । আলোচনা হত মূলত কর ফাঁকি, দুর্নীতি ইত্যাদি নিয়ে । সঙ্গে সবকটি এজেন্সির মধ্যে সমন্বয়ের বিষয়টি থাকত । এই মিটিংয়ে CID তরফে ওয়াকার রাজা । সেই বৈঠকে একবার চিটফান্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয় । কিন্তু কোন এজেন্সি নাকি তখন সেভাবে গুরুত্ব দেয়নি বিষয়টিতে । আর সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওয়াকার রাজাকে, সূত্রের খবর তেমনই ।

Intro:কলকাতা, 5 নভেম্বর: এবার কলকাতা পুলিশের সিনিয়ার আইপিএস অফিসার দময়ন্তী সেনের বাড়িতে সিবিআইয়ের দল। তাঁকে ওই দল তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বলে সিবিআই সূত্রে খবর।Body:চিটফান্ড কাণ্ডে এবার আরো দুই IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল সিবিআই। তারা হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) দময়ন্তী সেন এবং ডেপুটি কমিশনার ( পোর্ট) ওয়াকার রাজা। ইতিমধ্যেই ওয়াকার রাজা সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন। আর পার্ক স্ট্রিটে দময়ন্তী সেনের বাড়িতে গিয়ে গতকাল তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে CBI সূত্রে খবর।

এমনিতে দময়ন্তী সেনকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের পর তাকে বদলি করে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ থেকে। আবারও সম্প্রতি কলকাতা পুলিশে ফেরত এসেছেন তিনি। সিবিআই সূত্রে খবর, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হচ্ছে মূলত একটি চিঠির বিষয় নিয়ে। তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত ২০১০ সালে চিটফান্ড নিয়ে চিঠি লেখেন দময়ন্তী সেনকে। সেই সময় তিনি কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ)ছিলেন। সেই চিঠি পাওয়ার পরেই দময়ন্তী SEBI কে চিঠি লেখেন। তখন SEBI র তরফে রোজভ্যালিকে ব্যবসা বন্ধ করতে বলা হয়। কিন্তু আদালতে গিয়ে স্থগিতাদেশ পায় রোজভ্যালি কর্তারা। সূত্রের খবর এই বিষয়টি নিয়ে দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। CBI অফিসার সুরেন্দের মালির নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ হয় বলে জানা গেছে।
Conclusion:অন্যদিকে বর্তমান ডিসি পোর্ট ওয়াকার রাজা সেই সময় ছিলেন সিআইডিতে। তৎকালীন সময়ে কাস্টমস হাউসে তিন মাস অন্তর একটি সমন্বয় বৈঠক হত। SEBI, রেজিস্টার্স অব কোম্পানিজ, ED, কলকাতা পুলিশ, CID-র মতো সংস্থা থাকত ওই বৈঠকে। আলোচনা হত মূলয কর ফাঁকি, দুর্নীতি ইত্যাদি প্রভৃতি নিয়ে। সঙ্গে সবকটি এজেন্সির মধ্যে সমন্বয়ের বিষয়টি থাকতো। এই মিটিংয়ে সিআইডি পক্ষ থেকে যেতেন ওয়াকার রাজা। সেই বৈঠকে একবার চিটফান্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু কোন এজেন্সি নাকি তখন সেভাবে গুরুত্ব দেয়নি বিষয়টিতে। আর সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওয়াকার রাজাকে। সূত্রের খবর তেমনটাই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.