ETV Bharat / city

Manik Bhattacharjee: প্রাথমিকের নিয়োগে ওএমআর শিটে কীভাবে জালিয়াতি, মানিকের থেকে জানতে চায় সিবিআই

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) মানিক ভট্টাচার্যর আজ রাত 8টার মধ্যে সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দেওয়ার কথা ৷ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তেমনই নির্দেশ দিয়েছে ৷ তাঁকে কী কী প্রশ্ন করা হবে, সেই প্রস্তুতিই ব্যস্ত সিবিআই ৷

cbi-wants-to-know-from-manik-bhattacharjee-how-omr-sheet-manipulated-in-primary-recruitment-scam
Manik Bhattacharjee: প্রাথমিকের নিয়োগে ওএমআর শিটে কীভাবে জালিয়াতি, মানিকের থেকে জানতে চায় সিবিআই
author img

By

Published : Sep 27, 2022, 5:09 PM IST

Updated : Sep 27, 2022, 6:50 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharjee) সিবিআইয়ের কাছে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আজ, মঙ্গলবার রাত 8টার মধ্যেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ তাই তড়িঘড়ি তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

তবে এই নিয়ে সিবিআইয়ের (CBI) তরফে কেউ মুখ খুলতে রাজি নয় ৷ একটি সূত্র থেকে জানা গিয়েছে যে মূলত ওএমআর শিট নিয়েই প্রশ্ন করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৷ তাঁর থেকে জানতে চাওয়া হবে, কীভাবে ওএমআর শিটে (OMR Sheet) জালিয়াতি করা হয়েছিল ৷

এছাড়াও মানিক ভট্টাচার্যর কাছ থেকে সিবিআই জানতে চায় যে তিনি দায়িত্বে থাকাকালীন কীভাবে চাকরি প্রার্থীদের পরীক্ষার ওএমআর শিটে নম্বর ম্যানুপুলেশন করা হল ? তিনি কি এই বিষয়ে সত্যিই কিছু জানতেন না ? আর যদি জানতেন তাহলে কেন কোনও পদক্ষেপ করলেন না ? এই বিষয়ে কোনও প্রভাবশালীর মদত ছিল কি না ? কোনও প্রভাবশালী তাঁর প্রভাব খাটিয়ে মানিক ভট্টাচার্যকে সেই সময় এই দুর্নীতির কাজ করতে বাধ্য করেছিলেন কি না !

এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছিল যে প্রয়োজনে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারে সিবিআই ৷ কিন্তু তার পর জানা যায় যে সুপ্রিম কোর্ট (Supreme Court) একদিনের জন্য স্বস্তি দিয়েছে মানিককে ৷ আগামিকাল ওই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে ৷ তার আগে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বলে খবর ৷

কিন্তু তিনি কি আদৌ উপস্থিত হবেন, সেই নিয়ে সন্দেহ রয়েছে এখনও ৷ তবে এসব না ভেবে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত সিবিআই ৷ ছ’জন সিবিআই আধিকারিক তৈরি আছেন নিজাম প্যালেসে । মানিক ভট্টাচার্য এই তাঁকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা । সূত্রের খবর, ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ।

এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) চার্জশিট পেশ করেছে ইডি ৷ সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে ৷ সেই চার্জশিটে মানিক ভট্টাচার্যেরও নাম রয়েছে ৷ ইডি-র তরফ থেকে চার বার তাঁকে নোটিশ করা হয়েছিল । তার মধ্যে তিনি শুধুমাত্র দু’বার হাজিরা দিয়েছিলেন । পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকে তাঁকে দু’বার নোটিশ করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে । মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ পর্যন্ত জারি করেছিল সিবিআই ।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, 27 সেপ্টেম্বর : প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharjee) সিবিআইয়ের কাছে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আজ, মঙ্গলবার রাত 8টার মধ্যেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ তাই তড়িঘড়ি তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

তবে এই নিয়ে সিবিআইয়ের (CBI) তরফে কেউ মুখ খুলতে রাজি নয় ৷ একটি সূত্র থেকে জানা গিয়েছে যে মূলত ওএমআর শিট নিয়েই প্রশ্ন করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৷ তাঁর থেকে জানতে চাওয়া হবে, কীভাবে ওএমআর শিটে (OMR Sheet) জালিয়াতি করা হয়েছিল ৷

এছাড়াও মানিক ভট্টাচার্যর কাছ থেকে সিবিআই জানতে চায় যে তিনি দায়িত্বে থাকাকালীন কীভাবে চাকরি প্রার্থীদের পরীক্ষার ওএমআর শিটে নম্বর ম্যানুপুলেশন করা হল ? তিনি কি এই বিষয়ে সত্যিই কিছু জানতেন না ? আর যদি জানতেন তাহলে কেন কোনও পদক্ষেপ করলেন না ? এই বিষয়ে কোনও প্রভাবশালীর মদত ছিল কি না ? কোনও প্রভাবশালী তাঁর প্রভাব খাটিয়ে মানিক ভট্টাচার্যকে সেই সময় এই দুর্নীতির কাজ করতে বাধ্য করেছিলেন কি না !

এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছিল যে প্রয়োজনে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারে সিবিআই ৷ কিন্তু তার পর জানা যায় যে সুপ্রিম কোর্ট (Supreme Court) একদিনের জন্য স্বস্তি দিয়েছে মানিককে ৷ আগামিকাল ওই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে ৷ তার আগে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বলে খবর ৷

কিন্তু তিনি কি আদৌ উপস্থিত হবেন, সেই নিয়ে সন্দেহ রয়েছে এখনও ৷ তবে এসব না ভেবে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত সিবিআই ৷ ছ’জন সিবিআই আধিকারিক তৈরি আছেন নিজাম প্যালেসে । মানিক ভট্টাচার্য এই তাঁকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা । সূত্রের খবর, ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ।

এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) চার্জশিট পেশ করেছে ইডি ৷ সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে ৷ সেই চার্জশিটে মানিক ভট্টাচার্যেরও নাম রয়েছে ৷ ইডি-র তরফ থেকে চার বার তাঁকে নোটিশ করা হয়েছিল । তার মধ্যে তিনি শুধুমাত্র দু’বার হাজিরা দিয়েছিলেন । পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকে তাঁকে দু’বার নোটিশ করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে । মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ পর্যন্ত জারি করেছিল সিবিআই ।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

Last Updated : Sep 27, 2022, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.