কলকাতা, 16 অগস্ট: আসানসোল বিশেষ আদালতের নির্দেশে আজ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিজাম প্যালেস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে (Command Hospital)। নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছে সিবিআই ৷
কম্যান্ড হাসপাতাল থেকে সিবিআই-এর কাছে আগে থেকেই অনুরোধ জানানো হয়েছিল যে, যেহেতু দুটোর আগে হাসপাতালের আউটডোরগুলিতে প্রচুর রোগীর ভিড় থাকে এবং এমন একজন অভিযুক্তকে হাসপাতালে আনলে তাঁর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে, সেই কারণে দুপুর দুটোর পর আউটডোর বন্ধ হয়ে গেলে যেন অনুব্রতকে নিয়ে হাসপাতালে যান সিবিআই-এর (CBI) গোয়েন্দারা । সিবিআই সূত্রের খবর, তাঁকে দুপুর দুটোর পর নিজাম প্যালেস থেকে বের করে আলিপুর কম্যান্ড হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হবে । কিন্তু দেখা যায় তার অনেক আগেই সাড়ে বারোটা নাগাদ নিজাম প্যালেস থেকে বের করা হয় অনুব্রতকে ৷
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের বেশ কয়েকটি ক্রনিক অসুখ ছাড়াও তাঁর ওজন 100 কেজির উপর । তাছাড়াও তিনি মানসিক অবসাদে ভুগছেন । সেজন্য হাসপাতালের তরফ থেকে করে দেওয়া ডায়েট চার্ট হুবহু অনুকরণ করতে হচ্ছে সিবিআইকে । নিয়মিত জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলকে দেওয়া হচ্ছে তাঁর ক্রনিক সমস্যার জন্য বিশেষ ওষুধ ৷
আরও পড়ুন: অনুব্রতর নামে দুটি কোম্পানির হদিশ পেল সিবিআই
অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে সিবিআই । সেখানে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য ইতিমধ্যেই পেয়েছেন গোয়েন্দারা । সিবিআই সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের নামে একাধিক কোম্পানির হদিশ ইতিমধ্যেই তাঁরা পেয়েছেন । সেই কোম্পানিগুলির সিংহভাগ ঠিকানাই হচ্ছে বোলপুর । ফলে সেখানে গিয়েও তল্লাশি অভিযান চালানো হতে পারে বলে দাবি সিবিআই-এর ।