কলকাতা, 5 জুলাই : অ্যামেরিকা ও গুজরাতের গান্ধিনগর থেকে এখনও রিপোর্ট আসেনি । তাই নারদ মামলায় আরও 8 সপ্তাহের স্থগিতাদেশ দিল হাইকোর্ট । পাশাপাশি নারদের ভিডিয়ো ফুটেজে যাদের টাকা নিতে দেখা গেছিল, সেই সমস্ত বিধায়ক ও সাংসদদের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানাল CBI ।
এর আগে গত ২৯ মার্চ হাইকোর্ট নির্দেশ দেয়, নারদ মামলায় অপরূপা পোদ্দারের বিরুদ্ধে আরও ১৬ সপ্তাহ কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না CBI । সেসময় নারদ স্টিং অপারেশন সংক্রান্ত মামলায় CBI-এর তরফে আইনজীবী অমাজিৎ দে বলেছিলেন, "আসল ফুটেজ ডিলিট হয়ে যাওয়ায় মিউচুয়াল লিগাল অ্যাগ্রিমেন্ট ট্রিটি অনুযায়ী ম্যাথুর ফোন অ্যামেরিকায় পাঠানো হয়েছিল । তাই একমাত্র সংস্থাই বলতে পারে ফুটেজগুলো আসল না নকল । সেটার রিপোর্ট এখানও অ্যামেরিকা থেকে আসেনি। হয়তো মাসখানেক লেগে যাবে । অন্যদিকে গুজরাটের গান্ধিনগরে ভয়েজ় টেস্টের জন্য যে সমস্ত নথি পাঠানো হয়েছিল সেই রিপোর্টও আসেনি । এটাও মাসখানেকের মধ্যে এসে যাবে ।" আজ অমাজিৎবাবু আবারও বলেন, "রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি ।"
আরও পড়ুন : 16 সপ্তাহ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয় : হাইকোর্ট
অন্যদিকে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটার জেনেরাল কৌশিক চন্দ পূর্ববর্তী শুনানিতে জানিয়েছিলেন, নারদে অভিযুক্ত বিভিন্ন বিধায়ক ও সাংসদদের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে CBI । আজ CBI-এর আইনজীবী জানান, এই প্রক্রিয়া শুরু হয়েছে ।
প্রসঙ্গত, বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি চলছে ।