কলকাতা, 25 মে : দ্বিতীয় দফার জেরা শেষে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) কি অস্বস্তি বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) ? সিবিআই সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অস্বস্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেল ৷ ওই সূত্র জানাচ্ছে যে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও পার্থ চট্টোপাধ্য়ায়ের বক্তব্যের মধ্যে কোনও মিল খুঁজে পাওয়া যায়নি ৷ ফলে প্রশ্ন উঠছে যে আবার কি পার্থ চট্টোপাধ্যায়কে ডাকবে সিবিআই ? সেক্ষেত্রে তিনি কি আরও বড় কোনও আইনি জটিলতায় পড়বেন ?
গত বুধবার প্রথমবার সিবিআইয়ের (CBI) জেরার মুখোমুখি হয়েছিলেন ৷ সেদিন আদালতের নির্দেশ মতো সন্ধ্যা 6টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তার পর আবার আজ তাঁকে তলব করা হয় ৷ তিনি সকালেই পৌঁছে যান নিজাম প্যালেসে ৷ তার পর তাঁকে সাড়ে 9 ঘণ্টা জেরা করা হয় ৷
সিবিআই সূত্রে খবর, তাঁর কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর চাওয়া হয় ৷ জানতে চাওয়া হয়, এসএসসির উপদেষ্টা কমিটি কীভাবে গঠিত হল ? উপদেষ্টা কমিটির সদস্যরা কোনোভাবে প্রভাব খাটিয়ে ছিল কি না ? পাশাপাশি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের বেআইনিভাবে প্রভাব খাটিয়ে ছিলেন কি না ? সেই সমস্ত খবর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ছিল কি না ?
গত বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয় ৷ তাছাড়া এই মামলায় আর যাঁদের জেরা করা হয়েছে, তাঁদের বয়ান গত কয়েকদিনে রেকর্ড করেছেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ সূত্রের খবর, এদিন মূলত শান্তিপ্রসাদ সিনহার বয়ানের সঙ্গে পার্থ চট্টোপাধ্য়ায়ের বয়ান মিলিয়ে দেখা হয় ৷ সেখানে দু’জনের বক্তব্যের মধ্যে কোনও মিল খুঁজে পাওয়া যায়নি ৷
তাই সিবিআই আবার পার্থ চট্টোপাধ্যায়কে এই ঘটনায় তলব করে কি না, এখন সেটাই দেখার ৷
আরও পড়ুন : Anubrata Mandal : অনুব্রত মণ্ডলের সম্পত্তি ও আয়ের হিসেব সিবিআইয়ের কাছে জমা পড়ল