ETV Bharat / city

SSC Recruitment Case: 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় - মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সিবিআই গ্রেফতার করেছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (CBI arrests Kalyanmoy Gangopadhyay) ৷ শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয় (CBI produced Kalyanmoy Gangopadhyay in court) ৷

SSC Recruitment Case
ETV Bharat
author img

By

Published : Sep 16, 2022, 3:25 PM IST

Updated : Sep 16, 2022, 4:22 PM IST

কলকাতা 16 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay) ৷ শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলে সিবিআই (CBI produced Kalyanmoy Gangopadhyay in court) ৷ আদালতে কল্যাণময় জানান, 2018 সালের পর থেকে তিনি কোনও নিয়োগপত্রে নিজে সই করেননি, তাঁর স্ক্যান করা সই ব্যবহার করা হতো ৷ এদিন তাঁর 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আদালতে এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই ৷ এদিন আদালতে সওয়াল-জবাবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী জানান, কল্যাণময় একজন পরিচিত, উচ্চবিত্ত পরিবারের ব্যক্তি ৷ তাঁর বিরুদ্ধে একসঙ্গে একাধিক ধারায় মামলা দিয়েছে সিবিআই ৷ ভারতীয় দণ্ডবিধির 120বি, 30বি ধারায় মামলা হয়েছে ৷ তদন্তকারী সংস্থা এবিষয়ে সঠিক জানেই না ৷ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই (SSC Recruitment Case) ।

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময়

এরপরেই বিচারক প্রশ্ন করেন, নিয়োগপত্রে যে সই রয়েছে, তাকে কী ষড়যন্ত্র বলা যায়? জবাবে প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী বলেন, "না আমি তা বলছি না ৷ সিবিআই বলছে নিয়োগপত্র ভুয়ো ছিল ৷ কিন্তু ভুয়ো নয় ৷ নিয়োগপত্র যাঁদের পাওয়ার কথা ছিল তাঁরা পাননি ৷ কিন্তু তা ভুয়ো নিয়োগপত্র নয় । এর জন্য একজন ষাটোর্ধ্ব অধ্যাপককে যদি সিবিআই হেফাজতে চায় তাহলে বলার কিছু নেই ।

এরপরেই আদালতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "আমি কোনও নিয়োগ পত্রে সই করিনি । আমার সই স্ক্যান করে বসানো হয়েছে । আমি ফিজিক্যাল সই করিনি ।" বিচারক এরপর পালটা প্রশ্ন করেন, তাহলে সই স্ক্যান কে করেছে ? জবাবে কল্যাণময়ের আইনজীবী জানান, স্ক্যান করা সই পর্ষদ অফিসেই রাখা থাকতো । প্রাক্তন পর্ষদ সভাপতি দারোয়ান নন, তাই তাঁর পক্ষে জানা সম্ভব হয়নি, তাঁর সইয়ের অপব্যবহার হয়েছে কি না ৷ পরীক্ষা বা ইন্টারভিউ তিনি নিতেন না, শুধু নির্দেশ দিতেন ৷

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বৃহস্পতিবার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Gangopadhyay) গ্রেফতার করে সিবিআই ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে ৷ এই মামলাতেই এর আগে ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও আলিপুর আদালতে তোলা হয় ৷

কলকাতা 16 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay) ৷ শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলে সিবিআই (CBI produced Kalyanmoy Gangopadhyay in court) ৷ আদালতে কল্যাণময় জানান, 2018 সালের পর থেকে তিনি কোনও নিয়োগপত্রে নিজে সই করেননি, তাঁর স্ক্যান করা সই ব্যবহার করা হতো ৷ এদিন তাঁর 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আদালতে এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই ৷ এদিন আদালতে সওয়াল-জবাবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী জানান, কল্যাণময় একজন পরিচিত, উচ্চবিত্ত পরিবারের ব্যক্তি ৷ তাঁর বিরুদ্ধে একসঙ্গে একাধিক ধারায় মামলা দিয়েছে সিবিআই ৷ ভারতীয় দণ্ডবিধির 120বি, 30বি ধারায় মামলা হয়েছে ৷ তদন্তকারী সংস্থা এবিষয়ে সঠিক জানেই না ৷ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই (SSC Recruitment Case) ।

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময়

এরপরেই বিচারক প্রশ্ন করেন, নিয়োগপত্রে যে সই রয়েছে, তাকে কী ষড়যন্ত্র বলা যায়? জবাবে প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী বলেন, "না আমি তা বলছি না ৷ সিবিআই বলছে নিয়োগপত্র ভুয়ো ছিল ৷ কিন্তু ভুয়ো নয় ৷ নিয়োগপত্র যাঁদের পাওয়ার কথা ছিল তাঁরা পাননি ৷ কিন্তু তা ভুয়ো নিয়োগপত্র নয় । এর জন্য একজন ষাটোর্ধ্ব অধ্যাপককে যদি সিবিআই হেফাজতে চায় তাহলে বলার কিছু নেই ।

এরপরেই আদালতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "আমি কোনও নিয়োগ পত্রে সই করিনি । আমার সই স্ক্যান করে বসানো হয়েছে । আমি ফিজিক্যাল সই করিনি ।" বিচারক এরপর পালটা প্রশ্ন করেন, তাহলে সই স্ক্যান কে করেছে ? জবাবে কল্যাণময়ের আইনজীবী জানান, স্ক্যান করা সই পর্ষদ অফিসেই রাখা থাকতো । প্রাক্তন পর্ষদ সভাপতি দারোয়ান নন, তাই তাঁর পক্ষে জানা সম্ভব হয়নি, তাঁর সইয়ের অপব্যবহার হয়েছে কি না ৷ পরীক্ষা বা ইন্টারভিউ তিনি নিতেন না, শুধু নির্দেশ দিতেন ৷

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বৃহস্পতিবার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Gangopadhyay) গ্রেফতার করে সিবিআই ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে ৷ এই মামলাতেই এর আগে ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও আলিপুর আদালতে তোলা হয় ৷

Last Updated : Sep 16, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.