কলকাতা, 11 এপ্রিল : রাজ্যে গরুপাচার কাণ্ড থেকে শুরু করে এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত সঠিক কোন পদ্ধতিতে হতে পারে ? তার একটি রূপরেখা জানতে এবার কলকাতা থেকে দিল্লি গেলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব (CBI Joint Directors went to Delhi for know about next steps on deferent cases) । সিবিআই সূত্রের খবর, দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরের উচ্চপদস্থ অধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷ সেখানেই ঠিক হবে গোটা তদন্ত প্রক্রিয়া কিভাবে চালানো যায় ।
ইতিমধ্যেই রাজ্যে গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) তদন্তে নেমে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) জেরা করার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । কিন্তু শারীরিক অসুস্থতার জেরে তিনি এখন হাসপাতালে ভর্তি ৷ শারীরিক অসুস্থতার কারণে সিবিআইয়ের কাছ থেকে তিনি আইনজীবী মারফত চার সপ্তাহের সময়সীমাও চেয়েছেন ।
এই অবস্থায় কিভাবে অনুব্রত মণ্ডলকে নিজেদের জেরার জন্য হাজির করানো সম্ভব হয় এবং অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য কী কী আইনি জটিলতা সামনে আসতে পারে, তা জানতেই দিল্লিতে ইতিমধ্যেই সিবিআইয়ের সদর দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ।
পাশাপাশি এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় (SSC Recruitment Scam) যে দুর্নীতির চিত্র সামনে এসেছে, তার জন্য এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা । সিবিআই সূত্রে খবর, তিনি একেকবার পৃথক পৃথক উত্তর দেওয়ায় তদন্তে গতিতে ভাটা পড়েছে । তাছাড়াও সিবিআইয়ের অনুমান, শুধু শান্তিপ্রসাদ সিনহা নন, এসএসসির এই দুর্নীতিতে যুক্ত রয়েছেন শাসকদলের একাধিক প্রভাবশালী নেতাও ।
ফলে সে ক্ষেত্রে কিভাবে তদন্ত কোন গতিতে এগোতে পারে এবং এই অবস্থায় দাঁড়িয়ে সিবিআইয়ের কী কী করণীয়, এসব কিছু জানতেই এখন দিল্লির দরবারে সিবিআইয়ের জয়েন্ট দিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ।
আরও পড়ুন : Cattle Smuggling Case : গরু পাচারের টাকা খাটানো হয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থায়, দাবি সিবিআইয়ের