কলকাতা, 19 অক্টোবর: গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আবদুল কেরিম খানকে (Abdul Kerim Khan) আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI)। বেলা 11টার মধ্যে তিনি কলকাতার নিজাম প্যালেসে এসে হাজিরা দেন । সেখানে 15 তলায় অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে জিজ্ঞাসাবাদ করা হয় আবদুল কেরিম খানকে ৷ সাত ঘণ্টা পরও ছাড়া হয়নি তাঁকে ৷
সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূমের বিভিন্ন তৃণমূল নেতার নাম উঠে আসে সিবিআইয়ের খাতায় ৷ তাঁদের মধ্যেই অন্যতম হলেন এই আবদুল কেরিম খান । নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, গতকাল কেরিম খানকে বীরভূমে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গরু পাচার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি । ফলে আজ তাঁকে কলকাতায় নিজাম প্যালেসে এসে হাজিরা দিতে বলে সিবিআই । জানা গিয়েছে, আবদুল কেরিম খানকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ প্রায় সাত ঘণ্টা অতিক্রম হয়ে গিয়েছে ।
বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারের আগে থেকেই আবদুল কেরিম খানের সম্পর্কে সিবিআই গোয়েন্দারা জানতে পেরেছিলেন । জানা গিয়েছে, গরু পাচারের টাকা থেকে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন এই আবদুল কেরিম খান । বীরভূম-সহ একাধিক জায়গায় তাঁর বহু জমি, বাড়ি ও বিলাসবহুল জীবন যাপনের প্রমাণ ইতিমধ্যেই পেয়েছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা । এছাড়াও বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে সেখানে গরু পাচারের কালো টাকাকে সাদা টাকায় রূপান্তর করতে অনুব্রত মণ্ডলকে সাহায্য করেছিলেন আবদুল কেরিম খান ।
আরও পড়ুন: গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে সিবিআই তলব
যেহেতু আবদুল কেরিম খানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সন্তুষ্ট হননি, ফলে আজ তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারী আধিকারিকরা ।