ETV Bharat / city

Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে সায়গল হোসেনের মা ও স্ত্রীকে দিল্লিতে তলব ইডির - Anubrata Mondal

গরুপাচার কাণ্ডে এ বার ইডি’র নজরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) মা ও স্ত্রী ৷ সায়গলকে হেফাজতে না পেয়ে, তাঁর মা ও বোনকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে জানা গিয়েছে (ED Summons Saigal Hossain Family) ৷

cattle-smuggling-case-ed-summons-saigal-hossain-family-in-delhi-office
cattle-smuggling-case-ed-summons-saigal-hossain-family-in-delhi-office
author img

By

Published : Sep 19, 2022, 10:38 AM IST

Updated : Sep 19, 2022, 11:06 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার ধৃত সায়গল হোসেনের (Saigal Hossain) স্ত্রী ও মাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED Summons Saigal Hossain Family) ৷ সায়গেল হোসেনকে হেফাজতে না পাওয়ায়, তার মা এবং স্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, কলকাতায় নয়, তাঁদের দিল্লিতে ইডির সদর দফতরে চলতি সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে ৷

ইডি সূত্রে খবর, গরুপাচার কাণ্ডে কোটি কোটি টাকা অনুব্রত’র (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গলের মা এবং স্ত্রীর নামে হাত বদল করা হয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, সায়গল হোসেন গ্রেফতার হওয়ার পর, তাঁদের সম্পত্তি একাধিকবার হাত বদল হয়েছে ৷ আর সেই সূত্রেই সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি’র গোয়েন্দারা ৷ চলতি সপ্তাহের মধ্যে তাঁদের দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দিতে বলে নোটিশ পাঠানো হয়েছে ৷

তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, কেবল সায়গল হোসেন বা তাঁরা মা এবং স্ত্রী নন তাঁদের আত্মীয়-স্বজনের নামেও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ বীরভূম ও মুর্শিদাবাদে সায়গল হোসেনের মা এবং স্ত্রীর নামে মোটা অংকের টাকার সম্পত্তি রয়েছে ৷ এমনকী সিউড়ি ও বোলপুরে একাধিক ব্যাংক থেকে তাঁদের নামে কোটি কোটি টাকার হাত বদল হয়েছে বলে ইডি জানতে পেরেছে ৷

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সায়গল হোসেনের মা এবং স্ত্রীর নামে এত টাকা কোথা থেকে এল ৷ তবে, ইডি’র অনুমান তথ্য গোপন করতেই সায়গল হোসেন গ্রেফতার হওয়া পর নামে ও বেনামে থাকা এই সম্পত্তিগুলি তাঁর স্ত্রী এবং মায়ের নামে হাত বদল করে দেওয়া হয়েছে ৷ যদিও, পরিবারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ইডি’র পাঠানো এই হাজিরার নোটিশের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার ধৃত সায়গল হোসেনের (Saigal Hossain) স্ত্রী ও মাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED Summons Saigal Hossain Family) ৷ সায়গেল হোসেনকে হেফাজতে না পাওয়ায়, তার মা এবং স্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, কলকাতায় নয়, তাঁদের দিল্লিতে ইডির সদর দফতরে চলতি সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে ৷

ইডি সূত্রে খবর, গরুপাচার কাণ্ডে কোটি কোটি টাকা অনুব্রত’র (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গলের মা এবং স্ত্রীর নামে হাত বদল করা হয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, সায়গল হোসেন গ্রেফতার হওয়ার পর, তাঁদের সম্পত্তি একাধিকবার হাত বদল হয়েছে ৷ আর সেই সূত্রেই সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি’র গোয়েন্দারা ৷ চলতি সপ্তাহের মধ্যে তাঁদের দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দিতে বলে নোটিশ পাঠানো হয়েছে ৷

তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, কেবল সায়গল হোসেন বা তাঁরা মা এবং স্ত্রী নন তাঁদের আত্মীয়-স্বজনের নামেও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ বীরভূম ও মুর্শিদাবাদে সায়গল হোসেনের মা এবং স্ত্রীর নামে মোটা অংকের টাকার সম্পত্তি রয়েছে ৷ এমনকী সিউড়ি ও বোলপুরে একাধিক ব্যাংক থেকে তাঁদের নামে কোটি কোটি টাকার হাত বদল হয়েছে বলে ইডি জানতে পেরেছে ৷

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সায়গল হোসেনের মা এবং স্ত্রীর নামে এত টাকা কোথা থেকে এল ৷ তবে, ইডি’র অনুমান তথ্য গোপন করতেই সায়গল হোসেন গ্রেফতার হওয়া পর নামে ও বেনামে থাকা এই সম্পত্তিগুলি তাঁর স্ত্রী এবং মায়ের নামে হাত বদল করে দেওয়া হয়েছে ৷ যদিও, পরিবারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ইডি’র পাঠানো এই হাজিরার নোটিশের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন ৷

Last Updated : Sep 19, 2022, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.