কলকাতা, 19 মে : কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিমকোর্টে মামলা করলেন শরদ কুমার সিং। গত 7 মে কলকাতা পৌরনিগম ফিরহাদ হাকিমকে প্রশাসক হিসাবে নিয়োগ করে ৷ ও বোর্ড পরিচালনার দায়িত্ব দেয় ৷ পৌরনিগমের এই সিদ্ধান্তকে মান্যতা দেয় কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পৌরনিগমের কেয়ারটেকার বোর্ড ফিরহাদ হাকিমের নেতৃত্বে 20 জুলাই পর্যন্ত কাজ করতে পারবে ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শরদ কুমার সিং ৷
কলকাতা পৌরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 7 মে। কিন্ত সেই বোর্ডের মেয়াদ বাড়িয়ে 8 মে থেকে ফিরহাদ হাকিমকে বোর্ডের চেয়ারপার্সন নিযুক্ত করেছে রাজ্য সরকার। কারণ COVID -19 জন্য এখন নির্বাচন করা সম্ভব নয়।কলকাতা পৌরনিগমের প্রশাসক বসানো সংবিধান বিরোধী দাবি করে হাইকোর্টে মামলা করেন উত্তর কলকাতার বাসিন্দা শরদ কুমার সিং। তাঁর বক্তব্য ছিল, কলকাতা পৌরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। মেয়াদ উত্তীর্ণ বোর্ডের সময়সীমা বাড়ানো সংবিধান বিরোধী।রাজ্য সরকার যদি কলকাতা পৌরনিগমে প্রশাসক বসাতেই চায় তার জন্য সরকারি আমলারা রয়েছেন। কিন্ত তা না করে রাজ্যের শাসকদলের প্রতিনিধিকেই কেন প্রশাসক হিসেবে কাজের দায়িত্ব দেওয়া হল ? পাশাপাশি কলকাতা পৌরনিগম আইনে প্রশাসক বসানোর কোনও সংস্থান নেই বলেও তিনি দাবি করেন ।
গত 7 মে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে জরুরি ভিত্তিতে সন্ধ্যায় শরদ কুমার সিংয়ের দায়ের করা মামলার শুনানি হয়।কিন্ত শুনানির পর কলকাতা পৌরনিগমের গড়া বোর্ডকে 'কেয়ারটেকার বোর্ড' হিসেবে চিহ্নিত করে তাদের এক মাসের জন্য কাজ করার অনুমতি দেয় হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, COVID-19 বিপর্যয়ের কারণে লকডাউন পরিস্থিতিতে সরকার যাতে পৌরনিগমের জরুরি কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য এই পদক্ষেপ ৷
সেই নির্দেশে আদালত আরও জানায়, এক মাস পরে এই বিপর্যয় একটু কমলে আদালত ফের মামলাটি শুনবে। কিন্ত, মামলাকারী সেই নির্দেশে সন্তুষ্ট হতে পারেননি। তিনি তারপরই ডিভিশন বেঞ্চে আবেদন করেন । ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ না করে ফিরহাদ হাকিমের নেতৃত্বে পৌরবোর্ডকে আগামী 20 জুলাই পর্যন্ত কাজ করার অনুমতি দেয়। পাশাপাশি দুই পক্ষকেই তাঁদের বক্তব্য হলফনামা আকারে প্রদানের নির্দেশ দেয়।রাজ্য BJP-র তরফে একটি মামলা করা হয়েছিল প্রশাসক নিয়োগের বিরুদ্ধে। কিন্ত সেটিও খারিজ করে দেয় হাইকোর্ট। এই পরিস্থিতিতে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন শরদ কুমার সিং।