কলকাতা, 16 অগাস্ট : মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম আকাশ মুখোপাধ্যায় । অভিযোগ, যাদবপুর থানা এলাকার গলফ গার্ডেনের বাসিন্দা, 22 বছরের আকাশ, বৃহস্পতিবার মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারেন ৷ পাঁচিল ভেঙে প্রায় গাড়িটা অনেক ভিতরে ঢুকে যায় ৷ ক্ষতগ্রস্ত হয় গাড়িটি ৷ চোট পান আকাশ ৷ যাদবপুর থানার পুলিশ আটক করে BJP-র রাজ্যসভার সাংসদের ছেলেকে ৷ পরে তাঁকে গ্রেপ্তার করা হয় । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । তাঁকে আজ আদালতে তোলা হবে ।
পুলিশ জানিয়েছে, রাত 9টা নাগাদ বাড়ির দিকে আসছিলেন আকাশ । গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি ৷ সেই সময় বাড়ির কাছেই গলফ ক্লাবের পাঁচিলে সজোরে ধাক্কা মারে গাড়িটি । স্থানীয়দের অভিযোগ, আকাশ মত্ত অবস্থায় ছিলেন ৷ গাড়িটি চালাচ্ছিল আকাশ নিজেই । গাড়িতে আর কেউই ছিলেন না ।
ঘটনার পরই ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । তাঁদের অভিযোগ, নিত্যদিনই মত্ত অবস্থায় এই ভাবে গাড়ি চালান আকাশ । এলাকার কাউন্সিলর (94 নম্বর ওয়ার্ডের) অর্চনাদেবী বলেন, "আজকে বড় ঘটনা ঘটে যেতে পারত । পুলিশকে বিস্তারিত জানিয়েছি ৷" গাড়িটিকে আটক করে যাদবপুর থানার পুলিশ । প্রথমে আটক করা হয় আকাশকেও । পরে গ্রেপ্তার করা হন । তাঁর শারীরিক পরীক্ষাও করা হয় ৷ যদিও, রিপোর্টে অ্যালকোহলের প্রমাণ নেই বলেই খবর । গাড়িটির মালিক রূপা গঙ্গোপাধ্য়ায় বলে জানতে পেরেছে পুলিশ।