ETV Bharat / city

গাড়ি দুর্ঘটনার জেরে গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ - গাড়ি দুর্ঘটনার কবলে BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়

পুলিশ জানিয়েছে,রাত 9টা নাগাদ বাড়ির দিকে আসছিলেন আকাশ । গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি ৷ সেই সময় বাড়ির কাছেই গলফ ক্লাবের পাঁচিলে সজোরে ধাক্কা মারে গাড়িটি । স্থানীয়দের অভিযোগ, আকাশ মত্ত অবস্থায় ছিলেন ৷ গাড়িটি চালাচ্ছিল আকাশ নিজেই । গাড়িতে আর কেউই ছিলেন না ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি
author img

By

Published : Aug 16, 2019, 12:54 AM IST

Updated : Aug 16, 2019, 1:54 PM IST

কলকাতা, 16 অগাস্ট : মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম আকাশ মুখোপাধ্যায় । অভিযোগ, যাদবপুর থানা এলাকার গলফ গার্ডেনের বাসিন্দা, 22 বছরের আকাশ, বৃহস্পতিবার মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারেন ৷ পাঁচিল ভেঙে প্রায় গাড়িটা অনেক ভিতরে ঢুকে যায় ৷ ক্ষতগ্রস্ত হয় গাড়িটি ৷ চোট পান আকাশ ৷ যাদবপুর থানার পুলিশ আটক করে BJP-র রাজ্যসভার সাংসদের ছেলেকে ৷ পরে তাঁকে গ্রেপ্তার করা হয় । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । তাঁকে আজ আদালতে তোলা হবে ।

পুলিশ জানিয়েছে, রাত 9টা নাগাদ বাড়ির দিকে আসছিলেন আকাশ । গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি ৷ সেই সময় বাড়ির কাছেই গলফ ক্লাবের পাঁচিলে সজোরে ধাক্কা মারে গাড়িটি । স্থানীয়দের অভিযোগ, আকাশ মত্ত অবস্থায় ছিলেন ৷ গাড়িটি চালাচ্ছিল আকাশ নিজেই । গাড়িতে আর কেউই ছিলেন না ।

ঘটনার পরই ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । তাঁদের অভিযোগ, নিত্যদিনই মত্ত অবস্থায় এই ভাবে গাড়ি চালান আকাশ । এলাকার কাউন্সিলর (94 নম্বর ওয়ার্ডের) অর্চনাদেবী বলেন, "আজকে বড় ঘটনা ঘটে যেতে পারত । পুলিশকে বিস্তারিত জানিয়েছি ৷" গাড়িটিকে আটক করে যাদবপুর থানার পুলিশ । প্রথমে আটক করা হয় আকাশকেও । পরে গ্রেপ্তার করা হন । তাঁর শারীরিক পরীক্ষাও করা হয় ৷ যদিও, রিপোর্টে অ্যালকোহলের প্রমাণ নেই বলেই খবর । গাড়িটির মালিক রূপা গঙ্গোপাধ্য়ায় বলে জানতে পেরেছে পুলিশ।

কলকাতা, 16 অগাস্ট : মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম আকাশ মুখোপাধ্যায় । অভিযোগ, যাদবপুর থানা এলাকার গলফ গার্ডেনের বাসিন্দা, 22 বছরের আকাশ, বৃহস্পতিবার মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারেন ৷ পাঁচিল ভেঙে প্রায় গাড়িটা অনেক ভিতরে ঢুকে যায় ৷ ক্ষতগ্রস্ত হয় গাড়িটি ৷ চোট পান আকাশ ৷ যাদবপুর থানার পুলিশ আটক করে BJP-র রাজ্যসভার সাংসদের ছেলেকে ৷ পরে তাঁকে গ্রেপ্তার করা হয় । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । তাঁকে আজ আদালতে তোলা হবে ।

পুলিশ জানিয়েছে, রাত 9টা নাগাদ বাড়ির দিকে আসছিলেন আকাশ । গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি ৷ সেই সময় বাড়ির কাছেই গলফ ক্লাবের পাঁচিলে সজোরে ধাক্কা মারে গাড়িটি । স্থানীয়দের অভিযোগ, আকাশ মত্ত অবস্থায় ছিলেন ৷ গাড়িটি চালাচ্ছিল আকাশ নিজেই । গাড়িতে আর কেউই ছিলেন না ।

ঘটনার পরই ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । তাঁদের অভিযোগ, নিত্যদিনই মত্ত অবস্থায় এই ভাবে গাড়ি চালান আকাশ । এলাকার কাউন্সিলর (94 নম্বর ওয়ার্ডের) অর্চনাদেবী বলেন, "আজকে বড় ঘটনা ঘটে যেতে পারত । পুলিশকে বিস্তারিত জানিয়েছি ৷" গাড়িটিকে আটক করে যাদবপুর থানার পুলিশ । প্রথমে আটক করা হয় আকাশকেও । পরে গ্রেপ্তার করা হন । তাঁর শারীরিক পরীক্ষাও করা হয় ৷ যদিও, রিপোর্টে অ্যালকোহলের প্রমাণ নেই বলেই খবর । গাড়িটির মালিক রূপা গঙ্গোপাধ্য়ায় বলে জানতে পেরেছে পুলিশ।

Intro:মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলির ছেলের বিরুদ্ধে ৷ তার নাম আকাশ মুখার্জি। বয়স ২২ ৷ যাদবপুর থানা এলাকার গলফ গার্ডেনের বাসিন্দা।
বৄহস্পতিবার রাত ৯টা নাগাদ একটি চার চাকার গাড়িতে করে দ্রুত গতিতে বাড়ির দিকে আসতে থাকে আকাশ। সেই সময় বাড়ির কাছেই গলফ ক্লাবের পাচিলে সজোরে ধাক্কা মারে গাড়িটি।সামনের দিকে দুমড়ে মুচরে যায় গাড়িটি। সামান্য চোট পায় আকাশ। সে মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। তবে গাড়িটি চালাচ্ছিল আকাশ নিজেই। গাড়িতে আর কেউই ছিল না। এদিকে ঘটনার পরই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রোজই মদ খেয়ে এই ভাবে গাড়ি চালায় আকাশ। ওর যেন কড়া শাস্তি হয়। বিজেপি সাংসদের ছেলে বলে ছাড় যেন না পেয়ে যায়।
এলাকার কাউন্সিলর (৯৪ নম্বর ওয়ার্ডের) অর্চনা দেবী বলেন, আজকে বড় ঘটনা ঘটে যেতে পারত। ছেলেটিরও প্রাণহানি হতে পারত। পুলিশকে জানিয়েছি, তারা নিজের কাজ করবে। এদিকে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। একই সঙ্গে আকাশ কে আটক করা হয়েছে। মেডিক্যাল চেক আপ করানো হচ্ছে এম আর বাঙুর হাসপাতালে ৷
Body:মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলির ছেলের বিরুদ্ধে ৷ তার নাম আকাশ মুখার্জি। বয়স ২২ ৷ যাদবপুর থানা এলাকার গলফ গার্ডেনের বাসিন্দা।
বৄহস্পতিবার রাত ৯টা নাগাদ একটি চার চাকার গাড়িতে করে দ্রুত গতিতে বাড়ির দিকে আসতে থাকে আকাশ। সেই সময় বাড়ির কাছেই গলফ ক্লাবের পাচিলে সজোরে ধাক্কা মারে গাড়িটি।সামনের দিকে দুমড়ে মুচরে যায় গাড়িটি। সামান্য চোট পায় আকাশ। সে মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। তবে গাড়িটি চালাচ্ছিল আকাশ নিজেই। গাড়িতে আর কেউই ছিল না। এদিকে ঘটনার পরই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রোজই মদ খেয়ে এই ভাবে গাড়ি চালায় আকাশ। ওর যেন কড়া শাস্তি হয়। বিজেপি সাংসদের ছেলে বলে ছাড় যেন না পেয়ে যায়।
এলাকার কাউন্সিলর (৯৪ নম্বর ওয়ার্ডের) অর্চনা দেবী বলেন, আজকে বড় ঘটনা ঘটে যেতে পারত। ছেলেটিরও প্রাণহানি হতে পারত। পুলিশকে জানিয়েছি, তারা নিজের কাজ করবে। এদিকে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। একই সঙ্গে আকাশ কে আটক করা হয়েছে। মেডিক্যাল চেক আপ করানো হচ্ছে এম আর বাঙুর হাসপাতালে ৷
Conclusion:মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলির ছেলের বিরুদ্ধে ৷ তার নাম আকাশ মুখার্জি। বয়স ২২ ৷ যাদবপুর থানা এলাকার গলফ গার্ডেনের বাসিন্দা।
বৄহস্পতিবার রাত ৯টা নাগাদ একটি চার চাকার গাড়িতে করে দ্রুত গতিতে বাড়ির দিকে আসতে থাকে আকাশ। সেই সময় বাড়ির কাছেই গলফ ক্লাবের পাচিলে সজোরে ধাক্কা মারে গাড়িটি।সামনের দিকে দুমড়ে মুচরে যায় গাড়িটি। সামান্য চোট পায় আকাশ। সে মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। তবে গাড়িটি চালাচ্ছিল আকাশ নিজেই। গাড়িতে আর কেউই ছিল না। এদিকে ঘটনার পরই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রোজই মদ খেয়ে এই ভাবে গাড়ি চালায় আকাশ। ওর যেন কড়া শাস্তি হয়। বিজেপি সাংসদের ছেলে বলে ছাড় যেন না পেয়ে যায়।
এলাকার কাউন্সিলর (৯৪ নম্বর ওয়ার্ডের) অর্চনা দেবী বলেন, আজকে বড় ঘটনা ঘটে যেতে পারত। ছেলেটিরও প্রাণহানি হতে পারত। পুলিশকে জানিয়েছি, তারা নিজের কাজ করবে। এদিকে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। একই সঙ্গে আকাশ কে আটক করা হয়েছে। মেডিক্যাল চেক আপ করানো হচ্ছে এম আর বাঙুর হাসপাতালে ৷
Last Updated : Aug 16, 2019, 1:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.