কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতার জি ডি বিড়লা স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্তদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal) ? রাজ্য়ের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court seeks report on G D Birla child abuse case) ৷ সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট তলব করে ৷ পাশাপাশি, ওই স্কুলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের গাইডলাইন মেনে যাবতীয় সুরক্ষাবিধি পালন করা হচ্ছে কিনা, তা জানানোরও নির্দেশ দিয়েছে আদালত ৷ আগামী 28 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
2017 সালের 1 ডিসেম্বর ৷ কলকাতার রানিকুঠিতে জি ডি বিড়লা স্কুলে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে তো বটেই, এমনকী জাতীয় স্তরেও শুরু হয় সমালোচনা ৷ সেই ঘটনায় স্কুলেরই দুই শিক্ষককে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয় ৷ সেই মামলা এখনও নিম্ন আদালতে বিচারাধীন ৷
আরও পড়ুন : Cal HC on NH Expansion : জাতীয় সড়ক সম্প্রসারণ নাকি বৃক্ষ নিধন যজ্ঞ, জানতে চাইল হাইকোর্ট
দক্ষিণ কলকাতার এই স্কুলটি সিবিএসই-র আওতাধীন ৷ 2017 সালের সেপ্টেম্বর মাসে সিবিএসই নিরাপত্তা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে ৷ তাতে সংশ্লিষ্ট সমস্ত স্কুলগুলিকে নির্দিষ্ট সুরক্ষাবিধি পালনের নির্দেশ দেওয়া হয় ৷ অভিযোগ, জি ডি বিড়লা কর্তৃপক্ষ তাদের স্কুলে এই সুরক্ষাবিধি পালন করেনি ৷ এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় জানান, এই ঘটনায় সরকার কী কী পদক্ষেপ করেছে, তা হলফনামার মাধ্যমে আদালতকে জানানো হবে ৷ একইসঙ্গে, মামলার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে জানানোর নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি ৷