ETV Bharat / city

Anubrata Mandal Cattle Smuggling Case : সিবিআইয়ের মুখোমুখি হতে হবে অনুব্রতকে, খারিজ রক্ষাকবচের আবেদন - Anubrata Mandal Cattle Smuggling Case

অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (No protection from arrest to Anubrata Mandal) ৷ মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ।

Cattle Smuggling Case in HC
অনুব্রতকে দেওয়া হল না রক্ষাকবচ
author img

By

Published : Mar 29, 2022, 11:04 AM IST

Updated : Mar 29, 2022, 12:10 PM IST

কলকাতা, 29 মার্চ : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (No protection from arrest to Anubrata Mandal) । বহাল রইল সিঙ্গেল বেঞ্চের নির্দেশই । অর্থাৎ সিবিআই সমন পাঠালে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে অনুব্রত মণ্ডলকে ।

গরুপাচার মামলায় সিবিআইয়ের পাঠানো সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে । সিঙ্গেল বেঞ্চ সিবিআই পাঠানো সমনে হস্তক্ষেপ করবে না বলে নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত ৷

আদালতে অনুব্রতর আইনজীবী বলেছিলেন, "অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এর আগেও 2021 সালের শুরুর দিকে সমন পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য । কিন্তু করোনা পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি । তার প্রায় দশ মাস পরে ফের তাঁকে সমন পাঠানো হয়েছে । অনুব্রত মণ্ডল সহযোগিতা করতে তৈরি । তবে তাঁকে বীরভূমের কোথাও জিজ্ঞাসাবাদ করা হোক । এবং তাঁকে একটা সুরক্ষাকবচ দেওয়া হোক যাতে তাঁকে গ্রেফতার না করা হয় । কারণ এই মামলায় তিনি একজন সাক্ষী মাত্র । এর আগে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল আদালত জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছে কিন্তু তাকে একই সঙ্গে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে ।"

অন্যদিকে সিবিআইয়ের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেছিলেন, "160-এ নোটিশ তদন্তের একটা অংশ । এতে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় । আর অনুব্রত মণ্ডল যুক্তি দিচ্ছেন তিনি অসুস্থ, করোনা পরিস্থিতি । কিন্তু নিজে বীরভূম জেলায় বড় বড় জনসভায় যাচ্ছেন কোনও মাস্ক ছাড়াই ।"

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু'পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে । আজ অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করা হল এবং কোনও রক্ষাকবচও দেওয়া হয়নি । স্বভাবতই আরও বেকায়দায় পড়লেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা । বীরভূমের বগটুই গ্রামের উপপ্রধান ভাদু শেখের খুন ও তার পরবর্তী আগুন লাগানোর ঘটনায় এমনিতেই যথেষ্ট চাপে রয়েছেন তিনি । তার সঙ্গে আজকের নির্দেশ আরও অস্বস্তিতে ফেলবে অনুব্রত মণ্ডলকে বলেই মনে করছেন আইনজীবীরা ।

আরও পড়ুন : Anubrata Mandal Appeals in Division Bench :গরু পাচার মামলায় ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রতর

কলকাতা, 29 মার্চ : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (No protection from arrest to Anubrata Mandal) । বহাল রইল সিঙ্গেল বেঞ্চের নির্দেশই । অর্থাৎ সিবিআই সমন পাঠালে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে অনুব্রত মণ্ডলকে ।

গরুপাচার মামলায় সিবিআইয়ের পাঠানো সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে । সিঙ্গেল বেঞ্চ সিবিআই পাঠানো সমনে হস্তক্ষেপ করবে না বলে নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত ৷

আদালতে অনুব্রতর আইনজীবী বলেছিলেন, "অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এর আগেও 2021 সালের শুরুর দিকে সমন পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য । কিন্তু করোনা পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি । তার প্রায় দশ মাস পরে ফের তাঁকে সমন পাঠানো হয়েছে । অনুব্রত মণ্ডল সহযোগিতা করতে তৈরি । তবে তাঁকে বীরভূমের কোথাও জিজ্ঞাসাবাদ করা হোক । এবং তাঁকে একটা সুরক্ষাকবচ দেওয়া হোক যাতে তাঁকে গ্রেফতার না করা হয় । কারণ এই মামলায় তিনি একজন সাক্ষী মাত্র । এর আগে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল আদালত জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছে কিন্তু তাকে একই সঙ্গে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে ।"

অন্যদিকে সিবিআইয়ের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেছিলেন, "160-এ নোটিশ তদন্তের একটা অংশ । এতে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় । আর অনুব্রত মণ্ডল যুক্তি দিচ্ছেন তিনি অসুস্থ, করোনা পরিস্থিতি । কিন্তু নিজে বীরভূম জেলায় বড় বড় জনসভায় যাচ্ছেন কোনও মাস্ক ছাড়াই ।"

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু'পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে । আজ অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করা হল এবং কোনও রক্ষাকবচও দেওয়া হয়নি । স্বভাবতই আরও বেকায়দায় পড়লেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা । বীরভূমের বগটুই গ্রামের উপপ্রধান ভাদু শেখের খুন ও তার পরবর্তী আগুন লাগানোর ঘটনায় এমনিতেই যথেষ্ট চাপে রয়েছেন তিনি । তার সঙ্গে আজকের নির্দেশ আরও অস্বস্তিতে ফেলবে অনুব্রত মণ্ডলকে বলেই মনে করছেন আইনজীবীরা ।

আরও পড়ুন : Anubrata Mandal Appeals in Division Bench :গরু পাচার মামলায় ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রতর

Last Updated : Mar 29, 2022, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.