কলকাতা, 23 সেপ্টেম্বর : সেচ দফতরের অনুমতি নিয়েই কুড়ি বছরের বেশি সময় ধরে কাঁথি শহরের রিক্রিয়েশন ক্লাব দুর্গাপুজোর আয়োজন করে আসছে সেচ দফতরের জায়গায়। এ বছরও পুজো করার অনুমতি চেয়ে ক্লাবের তরফে আবেদন জানানো হয়েছিল প্রশাসনের কাছে ৷ গত 19 অগস্ট সেচ দফতরের তরফে সেই অনুমোদন দিয়েও দেওয়া হয়। তার জন্য 5000 টাকার ডিমান্ড ড্রাফ্ট ক্লাবের তরফে জমা করা হয় । কিন্তু পুজো উদ্যোক্তাদের অভিযোগ, পরে ক্লাব কর্তৃপক্ষকে ডেকে প্রশাসনের তরফে জানানো হয় ক্লাবের সেক্রেটারি পদ থেকে শুভেন্দু অধিকারীকে যদি সরানো না হয় তবে পুজোর অনুমতি দেওয়া হবে না। ক্লাবের তরফে পাল্টা জানানো হয়, শুভেন্দুকে সরানো তাঁদের পক্ষে সম্ভব নয়।
এরপরই পুজোর অনুমতি পেতে ক্লাবের তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে আদালতে পাল্টা জানানো হয়, পুজোর সময় রাজ্য়ে প্রাকৃতিক দুর্যোগের সম্ভবনা রয়েছে। ওই জায়গায় ত্রাণ সামগ্রী রাখার জন্য ব্যবহার করা হবে। তাই ওই জায়গা পুজোর জন্য দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন : Kolkata High Court : পুজোয় বিধিনিষেধ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
এরপরই বুধবার হাইকোর্টের তরফে এক প্রতিনিধিকে পাঠানো হয় বিষয়টির সত্যতা খতিয়ে দেখতে। হাইকোর্টের ওই প্রতিনিধি ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে জানান জায়গাটি ফাঁকা স্থান। এরপরই বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের তরফে বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হয়েছে, ক্লাবটিকে পুজো করতে দেওয়ার যে অনুমতি প্রশাসন আটকে রেখেছে তা 48 ঘণ্টার মধ্যে দিয়ে দিতে হবে। এই অনুমতি পাওয়ার পর ক্লাব অন্যান্য অনুমতির জন্য প্রশাসনের কাছে আবেদন জানাবে এবং সেই অনুমতিও যেন দ্রুত দিয়ে দেওয়া হয়।