কলকাতা, 16 সেপ্টেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরকে নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে ব্যাঙ্কক যাওয়ার (Menaka Gambhir Case) অনুমতিও মিলল না আদালত থেকে । এ দিন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ইডিকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন । তিনি জানিয়েছেন, তারপরই গ্রহণ করা হবে আদালত অবমাননার শুনানি । আবেদন শুনেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আদলত ।
এর আগে 30 অগস্ট বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ জারি করেছিলেন যে, মেনকা গম্ভীরের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না । এ দিন মেনকা গম্ভীরের আইনজীবী সপ্তাংশু বসু বিষয়টি আদালতের নজরে আনলে, বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের প্রশ্ন ব্যাঙ্কক যাওয়ার জন্য আটকালে কি কঠোর পদক্ষেপের মধ্যে পড়ে ? সপ্তাংশু বসু আরও বলেন, তাঁর মক্কেল মেনকাকে রাত 12.10-এ বিমানবন্দরে আটকানো হয় । তিনি তাঁর অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যাচ্ছিলেন । তাঁকে যেতে দেওয়া হয়নি । সেখানেই তাঁকে সমন পাঠিয়ে রাতে দেখা করতে বলা হয় । কেন এই ধরনের হেনস্থা, এই প্রশ্ন তোলেন মেনকার আইনজীবী ৷
আরও পড়ুন: ইডি'র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মেনকা গম্ভীরের
ইডির তরফের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, রেভিনিউ সেক্রেটারি মেনকাকে সমন পাঠিয়েছে । এই ব্যাপারে আদালতে বক্তব্য জানাতে সময় দিতে হবে । বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তারপরই ইডিকে মামলার কপি দেওয়ার নির্দেশ দিয়েছেন । আগামী 28 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে ।